পুরীর সমুদ্র, এক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁর মা। মহিলার পরনে চওড়া পাড়ের সবু🍃জ শাড়ি। আর ছোট্ট মেয়েটি পরেছে লাল জামা, তার মাথায় ফিঁতে দিয়ে ঝুঁটি বাঁধা। থুড়ি, শিশু কন্যা নয়, এটি শিশুপুত্র। যিনি কিনা বর্তমানে টলিপাড়ার একজন নামী পরিচালক, অভিনেতা। সেদিন তাঁকে মেয়ের মতো করেই সাজিয়েছিলেন তাঁর মা।
কি চিনতে পারছেন না তো?
চিনতে পারার কথাও নয়। ইনি হলে পরিচালক, অভিꦜনেতা তথাগত মুখোপাধ্যায়। সেদিনও তাঁকে শিশু পুত্র ভেবেই ভুল করেছওিলেন সমুদ্রের ধারে বেড়াতে যাওয়া বহু লোকজন। কিন্তু কেন মেয়েদের মতো করে ছোট্ট ছেলেকে সাজিয়েছিলেন তথাগতর মা? কারণ, হিসাবে পরিচালক-অভিনেতা জানিয়েছেন, তাঁর মা চেয়েছিলেন দ্বিতীয় সন্তান যেন মেয়েই হয়, তবে হল ছেলে। তবে মেয়ের সাধ পূরণ করতেই ছোট্ট ছেলেকেই সেদিন মেয়ের মতো করে সাজিয়েছিলেন পরিচালকের মা। রবিবার ফেসবুকের পাতায় সেই ছোটবেলার ছবি ভাগ করে নিয়ে নিজের কিছু অনুভূতি শেয়ার করেছেন তথাগত।
পরিচালক লিখেছেন, ‘ভাগ্যিস মেয়ে হয়ে জন্মাইনি। ছোটবেলার ছবিটা পুরীর সমুদ্রের ধারের। আমার 𝔉মা চেয়েছিল দ্বিতীয় সন্তান যেন মেয়েই হয়,হলাম আমি। ছোটবেলায় খুব লম্বা চুল ছিল। তাই অধিকাংশ সময় মা চুল ফিতে দিয়ে বেঁধে, এমন পোশাক পরিয়ে, টিপ পরিয়ে রাখত, যাতে কিছুক্ষনের জন্য হলেও পথচলতি লোকজন ভুল করে বলে ফেলে ভীষন মিষ্টি মেয়ে আপনার। ব্যাপারটার প্রমান অজস্র পুরোনো ছবিতে আমি পেয়েছি। বড় হওয়ার সাথে শরীরে ব্যাপারটা পালটে গেলেও মননে খানিকটা থেকেই গেল। সে কথা দিদি,বান্ধবী,প্রেমিকা,স্ত্রী এদের কাছে শুনেছি বহূবার, আমার কিছু আঁকড়ে ধরা- টরা কিম্বা ভাবা নাকি মেয়েদ💃ের মতোন। যেহেতু আমি মেয়ে নই তাই যাচাই করে উঠতে পারিনি মেয়েদের মতোন না হলে আর হলে ঠিক কীরকমটা হয়।’