নেপোটিজম বিতর্ক বারবার মাথাচাড়া দেয় বলিউডে। মনে করা হয়, স্টারকিড হওয়া মানেই হাতে এসে যাওয়া বলিউডের ছাড়পত্র। নতুন নতুন সিনেমা নিয়ে তৈরি থাকেন পরিচালকরা। মা-বাবা ও বাড়ির কেউ বলিউডে থাকা মানেই হিট কেরিয়ার। তবে, সম্প্রতি মিডিয়াকে দেওয়া এ🎀ক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন ঠিক উলটো কথা বলেছেন। জানিয়েছেন, বাবা অমিতাভ বচ্চনের কারণে কোনও পরিচালক তাঁকে ছবিতে নিতে চাননি।
অভিষেক বলেন, ‘বলিউডে প্রথম হিন্দি ছবি পেতেই আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। যদিও আমি বুঝি তখন আমার সঙ্গে কাজ করতে সাবলীল ছিলেন না সমস্ত পরিচালকরা। তাঁদের এই ভাবনা🥀কে আমি সম্মানও করি। একটা সময় যখন বয়স কম ছিল এই সত্য মেনে নেওয়া 💫আমার পক্ষে খুব শক্ত ছিল, তবে এখন বুঝতে পারি, মেনে নিয়েছি সবটা।’
অভিষেক আরও জানান, ‘জীবন কারও জন্যই সহজ হয় না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের জায়গা ধরে রাখার জন্য লড়াই করতে হয় সকলকে... কিছু পরিস𓃲্থিতি ইতিবাচক হয়, তো কিছু নেতিবাচক।’
অভিনয় নিয়ে প্রায়ই নে🦹টিজেনদের কটাক্ষের শিকার হন বচ্চন-পুত্র। বাবা অমিতাভের সঙ্গে তুলনা টেনে চলে সমালোচনা। কখনও জবাব দেন, আবার🍃 কখনও তা এরিয়ে যান তিনি।
সম্প্রতি ওটি🅰টি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জুনিয়ার বচ্চনের নতুন ছবি 'দ্য বিগ বুল'। ছবিতে ছেলের অভিনয় দেখে খুশি অমিতাভ, মিডিয়াকে নিজেই সে কথা জানিয়েছেন অভিষেক। ১৯৮০-১৯৯০ সালের মধ্যে স্টক ব্রোকার হর্ষদ মেহেতার আর্থিক দুর্নীতির গল্প নিয়ে তৈরি ‘দ্য বিগ বুল’। অভিষেকের চরিত্র স্টক ব্রোকার হর্ষদ মেহতার অনুপ্রেরণায় তৈরি। যার পরদা ফাঁস করবেন সাংবাদিক সুচেতা দালাল। সুচেতার ভূমিকায় ছবিতে দেখা যাবে ইলিয়ানা ডিক্রুজকে।