পরিচালক নিখিল আডবাণী বর্তমানে জন আব্রাহাম এবং শর্বরীর অভিনীত তাঁর নতুন ছবি 'বেদা'র জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্ট ছবিটি মুক্তি পেল। নিখিল তাঁর নানা কাজের মাধ্যমে নিজের একটি ফ্যান বেস তৈরি করেছেন ঠিকই। কিন্তু তিনি তাঁর প্রথম ছবি শাহরুখ খান অভিনীত 'কাল হো না হো' দর্শকদের মনে আলাদা করে দাগ কেটে ছিল। প্রথম কাজেই তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। এছড়াও প্রথম ছবিতেই তিনি শাহরুখকে 𝓰পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিখিল আডবাণী এর পর আর কিং খানের সঙ্গে কোনও কাজ করেননি।
পরিচালক সম্প্রতি প্রকাশ করেছেন যে তিনি শাহরুখের সঙ্গে আবার একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছেন। তবে তা𝔉ঁকে নিয়ে তিনি অ্যাকশন সিনেমা বানাবেন না, নায়ককে নিয়ে পরিচালকের অন্য পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: ক্যাটরিনার বিউটি ব্র্যানಞ্ডের পণ্য ব্যবহার করে খুশি ক্রেতা! পালটা ༺উপহার নায়িকারও
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথাই প্রকাশ করেন তিনি। পরিচালক জানা༺ন যে, তিনি একটি অ্যাকশন ছবির পরিবর্তে হলিউড রিমেকের কথা ভাবছেন। বহুল প্রশংসিত 'কাল হো না হো'- এর পরে এসআরকে-এর সঙ্গে তাঁর আর কাজ করার সুযোগ হয়নি। আসলে পরিচালক সুܫপারস্টারের জন্য উপযুক্ত চিত্রনাট্য পাচ্ছিলেন না।
নিখিল আরও জানান যে, সিদ্ধার্থ আনন্দ, সুজয় এবং অন্যান্য পরিচালকরা ইতিমধ্যেই শাহরুখকে নিয়ে বেশ কিছু দারুণ দারুণ অ্যাকশন ছবি করে ফেলেছেন। তাই তিনি আর সে ধরনের ছবি করতে চান না। 'কাল হো না হো' পরিচালক আরও প্রকাশ করেছেন যে 💛তিনি শাহরুখ খানের সঙ্গে হলিউড জনপ্রিয় ছবি 'দ্য ব্রিজ অফ ম্যাডিসন কাউন্টি'- এর রিমেক করার কথা ভাবছেন।
আরও পড়ুন: 🐎সুনিধি চৌহানের জন্মদিনে🧸 তাঁর গাওয়া ৫টি সেরা গান রইল আপনার জন্য
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল 'দ্য ব্রিজ অফ ম🔥্যাডিসন কাউন্টি'। এটি আমেরিকায় ১৯৯২ সালে রবার্ট জেমস ওয়ালার একই নামের বেস্টসেলিং উপন্যাসের উপর ভিত্তি করে বানিয়েছিলেন। ক্লিন্ট ইস্টউড, প্রযোজনা ও পরিচাল🐓না করেছেন এবং মেরিল স্ট্রিপ ছবিতে অভিনয় করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে 'কাল হো না হো' ছবির পরিচালক নিখ🐈িল আডবাণী শাহরুখ খানকে নিয়ে নানা কথা বলেন। বিশেষ করে নায়কের কাজের পদ্ধতি, সকলের সঙ্গে তাঁর মিষ্টি ব্যবহারের প্রশংসা করেন। যা তাঁকে আরও বেশি করে সকলের কাছে আকর🦩্ষণীয় করে তোলে। তবে তার পাশাপাশি শাহরুখের অন্য একটি দিকও তুলে ধরেন। তিনি জানান, শাহরুখ প্রায়শই একটি ছবির প্রশংসা করতে গিয়ে অন্য ছবির সমালোচনা করতেন। দেবদাস'-এর প্রশংসা করতে গিয়ে নাকি 'কাল হো না হো'-কে 'রাবিশ' বলেছিলেন।