🍸 বি-টাউনে ফের একটা খারাপ খবর। প্রয়াত মিঠুন চক্রবর্তীর ব্লকবাস্টার ছবি ‘ডিস্কো ডান্সার’-এর পরিচালক বি সুভাষের মেয়ে শ্বেতা বব্বর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। ২২ জুলাই, শনিবার ভোরবেলা মৃত্যু হয় পরিচালক কন্যার।
🌜জানা যাচ্ছে, ১৯ জুলাই স্নান করার পর বাড়িতে আচমকাই পড়ে গিয়েছিলেন শ্বেতা। পড়ে যাওয়ার পর তাঁর পা প্যারালাইসিস হয়ে যায়। বি-সুভাষ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, তাঁর মেয়ের পা অবশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি প্রথমে তাঁদের পারিবারিক চিকিৎসককে ডাকেন। পরে মেয়ে শ্বেতাকে কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরিচালককে জানান, শ্বেতার মেরুদণ্ডের এমন জায়গায় রক্ত জমাট বেঁধেছে যে শরীরের অন্যান্য অংশেও রক্ত চলাচল ব্যাহত হয়।
꧂উচ্চাকাঙ্খা! ঋজুর সঙ্গে প্রেম, সাফল্যের লোভে তাঁকেই পায়ে ঠেলেন, বিপথে পা তুহিনার! পরিণতি কী?
♛আরও পড়ুন-শাশুড়ি মায়ের সামনেই দীর্ঘক্ষণ মুকেশ আম্বানিকে জড়িয়ে থাকলেন দীপিকা! ভাইরাল ভিডিও
꧒পরিচালক বি সুভাষ আরও আরও জানান, তাঁর মেয়ে অস্ত্রোপচারও করা হয়েছিল। তবে অস্ত্রোপচারের পর তাঁর শরীরের বিভিন্ন অংশ ফুলে ওঠে। আর তারপর থেকেই শ্বেতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রসঙ্গত পরিচালক বি-সুভাষ এক সংবাদমাধ্যমকে জানান, মেয়ে শ্বেতা কোনওভাবেই তাঁর মায়ের মৃত্যু মেনে নিতে পারেনি। বারবারই বলতে সে তাঁর মায়ের কাছে যেতে চায়।
ꦑপ্রসঙ্গত, ২০২২-এর ৩ অগস্টে মৃ্ত্যু হয়েছিল বি-সুভাষের স্ত্রী তিলোত্তমার। দীর্ঘদিন ফুসফুসের কঠিন রোগে ভুগছিলেন তিনি। বি-সুভাষ জানান, গত ১০ জুলাই তাঁর স্ত্রীর জন্মদিন উপলক্ষে বাড়িতে পুজো রাখা হয়েছিল। আর তার কয়েকদিন পরই দুর্ঘটনা ঘটে।
🦩প্রসঙ্গত, 'ডিস্কো ডান্সার' ছাড়াও ৮র দশকে বহু হিট ছবির পরিচালক ছিলেন বি-সুভাষ। 'ডান্স ডান্স', 'কসম পয়দা করনেওয়ালো কি', ‘প্যায়ার কা নাম কুরবান’একাধিক হিট ছবির পরিচালক ছিলেন তিনি।