বাংলা টেলিভিশনের ‘রানিমা’ তিনি। ছোটপর্দাꦏয় 🅰লম্বা সময় দাপিয়ে বেড়ানোর পর এখন মন দিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। তাল মিলিয়ে কাজ করছেন রুপোলি পর্দাতেও। কথা হচ্ছে দিতিপ্রিয়া রায়ের। এখনও কলেজের গণ্ডি পার করেননি অভিনেত্রী, তবে অল্প বয়সেই আকাশছোঁয়া সাফল্য তাঁর ঝুলিতে। পরিবারের বাধ্য মেয়ে দিতিপ্রিয়া। পড়াশোনা আর কেরিয়ার দুটোই সামলাচ্ছেন অনায়াসে।
বড়পর্দায় প্রায় তিনটি ছবি করে ফꦓেলেছেন দিতিপ্রিয়া, তবে সাফল্যের মুখ দেখেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো সুপারস্টারের সঙ্গে ‘আয় খুকু আয়’-এর মতো ছবিতে কাজ করেছেন, কিন্তু বক্স অফিসে সেই ছবি চলেনি। তাতে যদিও বিন্দুমাত্র আফসোস নেই নায়িকার। অভিনেতা হিসাবে ভালো কাজ করতে চান। সদ্যই ‘রাজনীতি’ সিরিজে দেখা মিলেছে দিতিপ্রিয়ার। রাশি বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দিতিপ্রিয়ার সাবলীল অভিনয় নজর কেড়েছে সবার। সি🌊রিজের প্রেক্ষাপট রাজনীতি, তবে রাশির প্রেম নিয়ে রয়েছে রহস্য।
বাস্তব জীবনে প্রেম কড়া নেড়েছে দিতিপ্রিয়ার জীবনে? কেউই কি মনের কথা বলেনি এই সুন্দরীকে। দিতিপ্রিয়ার কথায়, যত দিন যাচ্ছে তিনি ততবেশি গম্ভীর হয়ে যাচ্ছ🃏েন। তাই ছেলেরা আজকাল ভয় পায় তাঁকে। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘অনেক সময় বুঝতে পারি পাশের লোকটা আমায় পছন্দ করে। কিন্তু বলতে পারছে না। আর আমি নিজে থেকে হিন্ট দিতে পারি না। সেটা আমার সমস্যা’।
অভিনেত্রী আরও বলেন, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’-এ বিশ্বাসী নন তিনি। ম♏নের মানুষের খোঁজ এখনও পাননি দিতিপ্রিয়া, তিনি বলেন-' আজ পর্যন্ত কাউকে দেখে মনে হয়নি এই মানুষটাকে ছাড়া চলতে পারব না। যে দিন কোনও মানুষকে দেখে মনে হবে যে সে না থাকলে কষ্ট হবে, সে দিনই সম্পর্কে জড়াব। আর তা ছাড়া প্রেমে থাকতে হলে যে দায়িত্ববোধ থাকা দরকার, সেটা আমার এখনও তৈরি হয়নি।'
এর আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ🌼েকে সিঙ্গল দাবি করে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই অর্থে প্রেম না হলেও ভালোলাগা ছিল যা পরিপূর্ণতা পায়নি। সেগুলো নিয়ে বেশিকিছু বলা যাবে না। তবে দিতিপ্রিয়া কিন্তু এখনও পর্যন্ত কথাকথিত প্রেম করেনি, কোনওদিন কোনও সম্পর্কে জড়ায়নি।’ পাশাপাশি প্রেম সম্পর্ক নিয়ে তাঁর মনে ভয় রয়েছে সেটাও মেনে নেন নায়িকা। দিতিপ্রিয়া জানিয়েছিলেন, ‘আমার খুব ভয় লাগে। আমার দায়িত্ব নিতে খুব ভয় করে। আমার মনে হয় একটা সম্পর্কের দায়িত্ব নেওয়ার মতো ম্যাচিওর আমি নই এখনও। একটা গাছকেও বড় করতে অনেক যত্ন লাগে, প্রেমের ক্ষেত্রেও সেটা লাগে। একটু সময় দিতে হবে। সবটা খেলার ছলে হয় না। সেটা খুব সহজাত। সঠিক সময়ের অপেক্ষায় আছি।’