🔯 মহারাষ্ট্রের নাগপুরে রাস্তার ধারে ছোট্ট একটি চায়ের দোকানের মালিক ডলি। দোকানের নাম ‘ডলি কি টাপরি।’ ডলি চাওয়ালাকে কে না চেনে ওই এলাকায়। তাঁর তৈরি চা গোটা বিশ্ব জুড়ে প্রসিদ্ধ। হলুদ সানগ্লাস, সোনার চেন এবং একটি অদ্ভুত হেয়ার-স্টাইল সহ একটি মজাদার পোশাক পরিহিত ছিপছিপে চেহারার ডলি চাওয়ালা কিন্তু দারুণ জনপ্রিয় নেটদুনিয়ায়।
অভিনব কায়দায় চা এবং সিগারেট বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন ডলি। তাঁর হাতে তৈরি চা খেয়েছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস পর্যন্ত। ডলির প্রশংসা করে সেই ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়ও শেয়ার করেছিলেন তিনি। তার পর থেকেই ডলি চর্চায় উঠে এসেছেন আরও বেশি করে। বর্তমানে মলদ্বীপে রয়েছেন ডলি। সেখানেই তাঁর দেখা হয়েছে বলিউড অভিনেতা সোহেল খানের সঙ্গে। আরও পড়ুন: 𝓡নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও
ཧবলিউড তারকার সঙ্গে পোজ দেওয়ার পাশাপাশি ডলি চাওয়ালাকে স্থানীয়দের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে সোহেলের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ডলি লিখেছেন, ‘মলদ্বীপে দেখা মিলল সোহেল খান স্যারের। খুব ভালো লাগল তাঁর সঙ্গে দেখা করে।’
ꦜসুজা হোসেন নামে এক ব্যক্তি এই সফরে গিয়েছেন ডলির সঙ্গে। মলদ্বীপে ডলির সঙ্গে ছবি তুলে এক্স-এর পাতায় ভাগ করে নিয়েছেন তিনি। মলদ্বীপের বাসিন্দা সুজা হোসেন, X হ্যান্ডলে ডলি চাওয়ালার সঙ্গে তাঁর ছবিও শেয়ার করেছেন এবং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। অনেকেই তাঁদের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ডলিকে তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানান, আবার কেউ কেউ ছবিটি নিয়ে হাস্যকর মন্তব্যও করেছেন।
কে এই ডলি চায়েওয়ালা?
💜ডলি চায়েওয়ালা হলেন নাগপুরের একজন চা বিক্রেতা। তিনি এক অদ্ভুত কায়দায় চা তৈরি করেন এবং বিক্রি করেন। নিজের চা বানানোর কায়দার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমি এই ধরণটা আয়ত্ত করেছি। দক্ষিণী ছবির থেকে ভাবনাটা ধার করেছি। আমি খুব দক্ষিণী ছবি দেখি।’ এদিন এই সাক্ষাৎকারে ডলি চায়েওয়ালা জানিয়েছেন বিল গেটসের পর তিনি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা খাওয়াতে চান। নিজের হাতে বানানো চা তুলে দিতে চান মোদীর হাতে। তবে কথায়, ‘আমি সবাইকে হাসিমুখে আমার বানানো চা খাওয়াতে চাই। আর তাঁদের থেকে সেই একই হাসিমুখ ফেরত চাই।’