সোমবার ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা🉐র আগে বলিউডের রঙে রঙিন মার্কিন প্রেসিডেন্ট। সকলকে অবাক করে দিয়ে আয়ুষ্মান খুরানার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান নিয়ে টুইট করলেন ট্রাম্প। শুক্রবার সমকামীদের অধিকার সংক্রান্ত আন্দোলনের অন্যতম পরিচিত মুখ পিটার ট্যাটশেল আয়ুষ্মানের এই ছবি নিয়ে একটি টুইট করেন। সেই টুইট রিটুইট করে ট্রাম্প লেখেন, ‘দারুণ’।
পিটার ট্যাটশেলের টুইট বার্তায় লেখা ছিল, ‘ভারতে একটি নতুন বল🍬িউড ছবি মুক্তি পেয়েছে, যেই রক-কমে সমকামী প্রেম ফুটে উঠেছে। ভালোবাসা দিয়ে প্রবীণদের মন জয়💟ের চেষ্টা করছে তাঁরা,সমকামিতা এখন সেখানে বৈধতা পেয়েছে’।
সমকামিতা এর আগ൲﷽ে নিয়ে খুব বেশি সরব হতে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টকে। বরং তাঁর অনেক সমর্থকই প্রকাশ্যে সমপ্রেমের বিরোধিতা করেছে। ট্রাম্পের প্রতিক্রিয়া পেয়ে ট্যটাশেল মাইক্রোব্লগিং সাইটে লেখেন, 'আশা করি এখন থেকে এলজিবিটি সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলতে শুরু করলেন ট্রাম্প এবং এটা তাঁর কোনও পিআর স্ট্রান্ট নয়'।
ব্রিটিশ শাসনের সময় থেকে ভারতে 𓃲সমকামিতা আইনত অপরাধ বলে বিবেচ্য হত, অবশেষে ২০১৮ সালে দেশের সর্বোচ্চ আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাকে খারিজ করে দেয়, সুপ্রিম রায়ে দেশজুড়ে মান্যতা পায় সমলিঙ্গ প্রেম।
উল্লেখ্য, হিতেশ কেয়ালা পরিচালিত শুভ মঙ্গল জ্যায়াদা সাবধানে ফুটে উঠবে ভারতের ছোট্ট এক শহরের দুই পুরুষের প্রেমের গল্প। কেমনভাবে দুজনে নিজেদে📖র পরিবারকে তাঁদের এই সম্পর্কের সঙ্গে মানিয়ে নিতে রাজি করাবে সেই নিয়েই এগিয়েছে ছবির গল্প।
ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে সোমবারই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। গুজরাতের আমেদাবাদ ঘুরে তাজমহল দর্শনে যাবেন ডোনাল্ড ট্রাম্প। পরদিন নয়া দিল্লিতে প্রধামন্ত্রী নরেন্দ্র মো🐈দির সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট।