রবিবার মন ভার চলচ্চিত্র প্রেমীদের। কুমার সাহানির মৃত্য়ুশোকের মাঝেই বলিউডের আরও এক ব্যক্তিত্বের মৃত্যু সংবাদ সামনে এল। নিঃশব্দে চলে গেলেন ‘ড্রিম গার্ল’ ছবির প্রযোজক ইন্দর রাজ বহেল। হেমা মালিনীর দীর্ঘদিনের সেক্রেটারি তথা বলিউড প্রযোজক ইন্দর রাজ বহলের মৃত্যু হয়েছে দু-দিন আগেই। আরও পড়ুন-ঋত্বিক ঘটকের প্রিয় ছাত্ಞর ছিলেন, কলকাতায় প্রয়াত আর্ট হাউস ছবির পথিকৃৎ কুমার সাহানি
২৩শে ফেব্রুয়ারি মুম্বইয়ে দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হয়েছে ইন্দর রাজ বহেলের। বয়স হয়েছিল ৮৪ বছর। হেমা মালিনীর দীর্ঘদিনের পরিচিত ইন্দর, ১৯৭৭ সালে অভিনেত্রীর মা জয়া চক্রবর্তীর সঙ্গে ‘ড্রিম গার্ল’ প্রযোজনা করেছিলেন ইন্দর। হেমা মালিনীর কেরিয়ারের মাইলস্টোন এই ছবি। পরবর্তীতে ‘ড্রিম গার্ল’ নামেই পরিচিতি পান তিনি। এই ছবি𝔉তে ধর্মেন্দ্রর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।
পরবর্তীতে বাসু চট্টোপাধ্যায়ের ‘স্বামী’, ‘শকিনস’-এর মতো ছবি প্রযোজনা করেছেন তিনি। গিরীশ কারনা🍷দ ও শাবনা আজমি অভিনীত স্বামী মুক্তি পায় ১৯৭৭ সালে। পাঁচ বছর পর ‘শকিনস’ তৈরি করেছিলেন বাসু চট্টোপাধ্যায়। শুধু সিনেমা নয়, টেলিভিশনের জগতে নিজের ছাপ রেখেছেন প্💝রয়াত প্রযোজক। ‘দর্পণ’, ‘বেনারস’-এর মতো টিভি শো প্রযোজনা করেছেন ইন্দর রাজ বহেল।
ইন্দরের পুত্র বান্টি বহেল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালান। বাবাকে স্মরণ করে তিনি টাইমস অফ ইন্ডিয়াকে জানান, ‘উনি রাজার মতো বেঁচেছেন। আমাদের সব স্বপ্ন পূরণ করেছেন, স্বাধীনতা দিয়েছেন, ভালোবেসে আজীবন আগলে রেখেছেন। উনি খুব ইতিবাচক মানুষ ছিলেন, সকলকে সাহায্য করতেন। কারুর🅘 কোনও ক্ষতি করেননি। সবসময় মুখের হাসি অটুট থাকত।’