অজয় দেবগনের দৃশ্যম ছিল হিট। এবার এল সেই সাসপেন্স থ্রিলারেরই পরের পার্ট। ইতিমধ্যেই সমালোচকদের কাছ থেকে ইতিবাচক রিভিউ পেয়েছে এই ছবি। প্রথম দিন অর্থাৎ শুক্রবার ১৯ নভেম্বর কেমন ফল করল ‘দৃশ্যম ২’? ভারতের বক্স অফিসে প্রথম♋ দিনেই ছবি আয় করল ১৫.৩৮ কোটি। যা ছাড়িয়ে গেল অক্ষয়ের ‘রাম সেতুꩲ’-র কালেকশনকেও।
অভিষেক পাঠক পরিচালিত এই ছবিতে রয়েছেন অজয় দেবগন, টাবু, ইশিতা দত্ত, অক্ষয় খান্না, রজ💞ত কাপুর এবং শ্রিয়া শ্যারণ। বিজয় সলগাঁওকর (অজয় দেবগন)-এর পরিবারের রহস্য এবার উদ্ঘাটিত হবে কি? সিনেমায় টাবু ইনসপেক্টর জেনারেল মীরা দেশমুখের চরিত্রে।
টুইটারে ‘দৃশ্যম ২’-র বক্স অফিস রিপোর্ট নিয়ে তরণ আদর্শ লিখলেন, ‘দৃশ্যম ২ পুনরুজ্জীবিত করল ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রিকে, যা বেশ ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে অনেকদিন ধরে। ২০২২-এর সেকেন্ড বিগেস্ট স্টার্ট (হিন্দির মধ্যে) এটা। শুক্রবারে ১৫.৩৮ কোটি। উইকেন্ডে ৫০ কোটি ছাড়াবেই।’ প্রসঙ্গত, আলিয়া-রণবীরের ব্রহ্মাস্ত্র-র ওপেনিং ছিল ৩৭ কোটির। আর সেই হিসেবে চলতি বছরে বড় ওপেনিং পাওয়া হিন্দি ছবির মধ্যে এটা দ𓆉্বিতীয় নম্বরে।
২০১৫ সালে মুক্তি পেয়েছিল দৃশ্যম। ছবির বাজেট ছিল ৩৮ কোটির কাছাকাছি। আর ঘরে তুলেছিল ১১০ কোটি। এবারে দৃশ্যম ২ হয়তো পেরিয়ে যাবে ১৫০ কোটির ঘর। আগের কাস্টই রাখা হয়েছে নতুন ছবিতে। তবে সংযোজন অক্ষয় খান্না, গোয়েন্দা পুলিশের চরিত্রে। এর আগেও ‘ইত্তেফাক’-এর মতো কিছু ছবিতে তাঁকে আমরা এমন চরিত্র🦋ে দেখেছি। তাই তিনি কেমন কাজ করেছেন তা নিয়ে নতুন করে বলার নেই। ৭ বছর আগে ঠিক যেখানে শেষ হয়েছিল ঘটনা, এবারও সেখান থেকেই শুরু হল। অজয় তো আগেই নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল, এবার কি পুলিশ পারবে প্রমাণ জোগাড় করতে না কি এবারেও ব্যর্থ হবে ক্লাস ফোর পাশ এ🥃ক সাধারণ মানুষের কাছে, যে নিজের পরিবারকে আগলে রাখতে যে কোনও সীমা অতিক্রম করতে পারে।