বলিউডের ভাগ্য বোধহয় ধীরে ধীরে প্রসন্ন হচ্ছে! গতকাল, অর্থাৎ ৩ ডিসেম্বর বলিউডের তিনটি সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিই বেশ ভালো ব্যবসা করল। বর্তমানে🦄 অজয় দেবগনের ‘দৃশ্যম ২’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’, এবং আয়ুষ্মান খুরানার ‘অ্যান অ্যাকশন হ൩িরো’ ছবি তিনটি বড়পর্দায় চলছে। তিনটি ছবিই এই শনিবার বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। তবে দৃশ্যম ২ ছবি তার মুক্তির ১৬ তম দিনে গিয়েও ম্যাজিক দেখিয়ে দিল! অন্য সব ছবিকে ছাপিয়ে একটা দুর্দান্ত নজির গড়ল। ২ ডিসেম্বর, শুক্রবারের তুলনায় এদিন অর্থাৎ ৩ ডিসেম্বর শনিবার ছবিটি প্রায় ১০০ শতাংশ বেশি আয় করল!
বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী মুক্তি পাওয়ার ১৬তম দিনে দৃশ্যম ২ ছবিটি ৮ কোটি টাকার ব্যবসা করল। শুক্রবারের তুলনায় এদি﷽ন প্রায় ১০০ শতাংশ বেশি আয় করল ছবিটি। বড় বড় মাল্টিপ্লেক্🐼সের তুলনায় সাধারণ হলগুলোতে বেশি ব্যবসা করেছে ছবিটি এদিন। ফলে শনিবার এই ছবির মোট আয় গিয়ে দাঁড়ায় ১৭২ কোটি টাকায়। শুধুমাত্র মুম্বাই থেকেই এই ছবি ৬৭ কোটি টাকার ব্যবসা করেছে। মনে করা হচ্ছে রবিবারের শেষেই এই ছবি ব্রহ্মাস্ত্র ছবির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে যেতে চলেছে।
ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই ছবির পরিচালক অ𓆏ভিষেক পাঠক জানান, ' হ্যাঁ, আমরা ছবিটিকে নিয়ে প্রত্যাশা করেছিলাম। ভেবেছিলাম ভালো ফল করবে। কিন্তু এটা আমাদের আশাকে তিন চার গুণ ছাপিয়ে গিয়েছে। আমরা যা ভেবেছি তার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছে এই ছবি। পরিচালক হিসেবে এটা একটা দারুন অনুভুতি। সবার থেকে আমাদের এই ছবি দারুন ভালোবাসা পাচ্ছে।' তিনি আরও জাꩲনান, ' আমাদের ছবি ১৫০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে দেখে ভীষণই আনন্দ হচ্ছে। আসলে সব কিছুর মাঝেও আমরা বলিউডে ভালো কনটেন্টের অভাব দেখতে পাচ্ছি যা বক্স অফিসে সাড়া ফেলবে, দর্শকদের ভালো লাগবে। কিন্তু আমি ভীষণ খুশি যে দর্শকদের এই ছবিটি এত ভালো লেগেছে, সবাই হলে গিয়ে ছবিটি দেখছে। এটা একটা যেন উৎসবে পরিণত হয়েছে।'
২ ডিসেম্বর এই ছবিটি বক্স অফিসে ৪.২৫ কোটি টাকার ব্যবসা করে। ইতিমধ্যেই বিবেক অগ্নিহ♒োত্রীর দ্য কাশ্মীর ফাইলস ছবিকে ছাপিয়ে গিয়েছে এই ছবি। এবার লক্ষ্য ব্রহ্মাস্ত্র ছবিকে ছাপিয়ে যাওয়া। করোনা পরবর্তী সময়ে বলিউডে সব থেকে বেশি ব্যবসা করা ছবির খেতাব পেতে চলেছে এই ছবি। যদিও ব্যবসার নিরিখে দুই দক্ষিণী ছবি আরআরআর এবং কেজিএফ ২ এর তুলনায় অনেকটাই পিছিয়ে আছে।