সালটা ২০১৩। সেই বছরই প্রথমবারের জন্য মুক্তি পায় ‘দৃশ্যম ৩’ ছবিটি। মালায়লি ভাষায়। মুখ্য ভূমিকায় ছিলেন মোহনলাল। এরপর অজয় দেবগনকে এই ছবির হিন্দি রিমেকে দেখা যায়। কমল হাসানকে♎ দেখা যায় তামিল ভার্সনে এবং ভেঙ্কটেশকে তেলেগু ভার্সনে। অজয় দেবগন অভিনয় ছবিটি তো বটেই তার ডায়লগ পর্যন্ত দারুণ জনপ্রিয় হয়। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আলাদা লেভেলের জনপ্রিয় এবং ফ্যান বেস তৈরি হয় গোটা দেশ জুড়ে। এরপর চলতি বছর মুক্তি পায় অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’। সেই ছবিও বেশ ভালোই সাড়া পেয়েছে বক্স অফিসে। এবার পালা তৃতীয় পার্টের।
‘দৃশ্যম ৩’ ছবিটি নিয়ে বর্তমানে কাজ চলছে। এবার এই প্রথমবারের জন্য হিন্দি এবং মালায়লাম ভার্সনের ছবির নির্মাতারা একসঙ্গে কাজ করবেন। অভিষেক পাঠক এবং তাঁর টিম ইতিমধ্যেই ‘দৃশ্যম ৩’ -এর প্লট কী হবে সেটা নাকি ঠিক করে নিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, 'অভিষেক পাঠক এবং তাঁর দল একটি বেসিক প্লট ঠিক করেছেন দৃশ্ꦜযম ৩ ছবির জন্য। আর সেই গল্প জিতু জোসেফ এবং তাঁর দলের পছন্দ হয়েছে। তাঁরাতl এই হিন্দি গল্পটির থেকে আইডিয়া নিয়ে আপাতত স্ক্রিনপ্লে তৈরি করছেন এই ছবির।'
হিন্দি এবং মালায়লাম ছবির নির্মাতারা একত্রে কাজ করছেন এবং আগামীতে হয়তো দুটো ছবির শুটিং একসঙ্গে করবেন তাঁরা। সূত্রের তরফে জানানো হয়েছে, ‘ওঁরা ভাবছেন দৃশ্যম ৩ ছবিটির শুটিং দুটো ভাষার জন্যই একসঙ্গে করা হবে এবার। কেরলে মোহনলাল অভিনীত মা🔯লায়লি ভার্সন মুক্তি পাবে যেখানে অভিনেতাকে জর্জ কুট্টি হিসেবে দেখা যাবে। আর গোটা ভারত জুড়ে হিন্দি ভাষায় আসবে অজয়ের ছবি, যেখানে তিনি পুনরায় বিজয় সালগাওকর হিসেবে ধরা দেবেন।’ একবার স্ক্রিনপ্লে লেখা হয়ে গেলেই নাকি এই ছবির তেলুগু ভার্সনের নির্মাতারাও একই দিনে সেই ছবি মুক্তির দিন ঘোষণা করবেন।
কিন্তু আচমকা একই সিনেমা দুই ভাষায় আলাদা অভিনেতা থাকা সত্বেও একই দিনে কেন রিলিজ করা হবে? এই প্রসঙ্গে জানানো হয়েছে, যাতে দর্শকদের কাছে স্পয়লার না থাকে সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শকরা যাতে সেরা অভিজ্ঞতা পান তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান হয়েছে। জানা গিয়েছে দৃশ্যম ৩ ছবিটিই নাকি এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি হতে চ💜লেছে।
আগামী বছরেই শুরু হবে এই ছবির কাজ। তেমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। আ🌄পাতত অজয় দেবগন তাঁর আগামী ছবি নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া তাঁকে সিংঘম এগেন ছবিতেও দেখা যাবে।