চলতি বছরে কিং খানের দুটি ছবিই সফল। বিশ্ববাজারে প্রায় ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে শাহরুখের 'জওয়ান'। দেশীয় বক্স অফ𓂃িসেও ছবিটি ৬০০ কোটিরও বেশি টাকা তুলেছে। তবে আপাতত কিং খানের পাখির চোখ ‘ডাঙ্কি’। চলতি ডিসেম্বরে বড়দিনের ছুটির ঠিক আগেই মুক্তি পাবে শাহরুখের এই ছবি। এদিকে একই সময়ে মুক্তি পাওয়ার কথা দক্ষিণী তারকা প্রভাসের ছবি ‘সালার’।
বহুদিন ধরেই 'সালার'-এর সঙ্গে ‘ডাঙ্কি’র বক্স অফিস টক্করের ইঙ্গিত মিলেছিল। ২২ ডিসেম্বর ক্রিসমাস শুরুর ঠিক আগের শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল প্রভাসের ছবি। এদিকে ওই🔴 একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখের ‘ডাঙ্কি’। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এতদিন জানানো হয়নি। নির্মাতারা শুধু বলেছিলেন বড়দিনে আসছে ‘ডাঙ্কি’। তবে মুক্তির আগে প্রভাসের সঙ্গে সরাসরি সꦚংঘর্ষে না গিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কিং খান শাহরুখ। ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ডাঙ্কির ট্রেলার, একই সঙ্গে ছবি মুক্তির তারিখও জানানো হয়েছে। জানা যাচ্ছে, ২২ ডিসেম্বর, শুক্রবার নয়, ডাঙ্কি মুক্তি পাচ্ছে তারও একদিন আগে ২১ ডিসেম্বর।
আরও পড়ুন-𝄹চেন্নাইয়ে বꦦানভাসি আমির, ২৪ ঘণ্টা পর নৌকায় উদ্ধার করা হল অভিনেতাকে
আরও পড়ুন-‘ফিরে এসো তাসের ঘর হয়ে…’ নতুন গানে ফের একবার অনুরাগীদের কাঁদালেন অনুপম রাﷺয়
অনেকেরই অনুমান প্রভাসের ‘সালার’-এর সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজকুমার হিরানি, শাহরুখ সহ ছবির অন্যান্যরা নির্ম🍌াতারা। এর আগে Ask SRK সেশনে শাহরুখকে ডাঙ্কির মুক্তি নিয়ে প্রশ্নও করেছিলেন এক অনুরাগী। তিনি শাহরুখকে সরাসরি জিগ্গেস করেছিলেন, ‘ডাঙ্কির মুক্তির তারিখ পিছোচ্ছে না তো?’ এর জবাবে শাহরুখ লিখলেন, ‘#ডাঙ্কি ফিক্সডই আছে। আর কী করব। মাথায় লিখিয়ে নেব?’
এদিকে মঙ্গলবার সকালে ডাঙ্কির ট্রেলার পোস্ট করে লেখা হয়, ‘হার্ডি এবং ওর চার ‘উল্লু দা পাঠাস’-এর সঙ্গে যোগ দিন, যখন তারা তাদের প্রেম, ব🌺ন্ধুত্ব এবং নস্টালজিয়ার অসাধারণ যাত্রা শুরু করে। শাহরুখ খান, তাপসী পান্নু, বোমান ইরানি এবং ভিকি কৌশল অভিনীত, ডানকি রাজকুমার হিরানি পরিচালিত এবং জিও স্টুডিও, রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি ফিল্মস দ্বারা উপস্থাপিত। ২১শে ডিসেম্বর 2023-এ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সিনেমা হলে দেখা হবে!’