২০২৩-এ শাহরুখের তৃতীয় রিলিজ ‘ডাঙ্কি’। দুটো ১০০০ কোটির ব্লকবাস্টারের পর এই ছবি ঘিরেও প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। 🏅সেই উন্মাদনার সঙ্গে এঁটে💫 উঠতে পারেননি রাজু হিরানি ও শাহরুখ খান জুটি। ওদিকে পরপর ফ্লপে জর্জরিত প্রভাসের ভাগ্য ফেরালো ‘সালার’।
‘ডাঙ্কি’ vs ‘সালার’—এই লড়াইয়ে শুরু থেকেই এগিয় রয়েছে প্রশান্ত নীল এবং প্রভাসের জুটি। প্রথম সপ্তাহে সালারের কালেকশন যেখানে দেশের বক্স অফিসে ৩০৮ কোটি টাকা, 𝔍শাহরুখের ছবি আটকে গিয়েছে মাত্র ১৬০ কোটিতে। তবে বছরের শেষদিন ‘বাহুবলী’ প্রভাসকে জোর টক্কর দিলেন বলিউড বাদশা। লড়াই হল সোয়ানে সোয়ানে।
‘ডাঙ্কি’র বক্স অফিস কালেকশন
২০২৩ সালটা আক্ষরিক অর্থে শাহরুখের কামব্যাকের বছর। শুরুটা হয়েছিল ‘পাঠান’ দিয়ে, তারপর আসে ‘জওয়ান’। গত বছর (২০২৩)-এর সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি এটি। বছরের শেষদিন জনতা জনার্দন নিরাশ করল না বাদশাকে। দুই অঙ্কের ঘরে কামাই করল ‘ডাঙ্কি’। মুক্তির দ্বিতীয় রবিবারে (Dunki Box office Collection Day 11) এই ছবির আয় দাঁড়িয়েছে ১২ কোট𓄧ির আশেপাশে। শনিবার কালেকশনের পরিমাণ ছিল ৯ কোটি টাকা।
এ﷽ই আয়ে ভর দিয়ে দেশের বক্স অফিসে ২০০ কোটির দোরগোড়ায় ‘ডাঙ্কি’, এখনও পর্যন্ত ছবির আয় ১৮৮ কোটি টাকা। সোমবার বছরের প্রথমদিনও দর্শক হলমুখী হবে এই ছবি দেখতে। সুতরাং আজই ডবল সেঞ্চুরি হাঁকাতে পারে𝓀ন শাহরুখ।
‘সালার’-এর বক্স অফিস কালেকশন
সালারের সঙ্গে প্রভাস দেখিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়! রাধে শ্যাম-এর ভরাভুবির প❀র এই ছবি নিয়ে বিশেষ আশাবাদী ছিলেন না অনেক ট্রেড বিশেষজ্ঞও, তবে সকলকে ভুল প্রমাণিত করে মুক্তির প্রথম দিনই দেশের বক্স অফিসে ৯০ কোটির ব্যবসা হাঁকিয়েছিল এই ছবি। ৩১শে ডিসেম্বরও ভালো ফল করল সালার। ডাঙ্কির থেকে কড়া টক্কর পেলেও শেষ হাসি হাসলেন প্রভাসই। রবিরার (Saalar Box office Collection Day 10) ছবির কালেকশন ১৫.৭৪ কোটির আশেপাশে। এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে সালার-এর আয় ৩৪৫ কোটি টাকা।
স্বপ্নপূরণের লক্ষ্যে, সুরক💦্ষিত ভবিষ্যতের আশায় ‘ডাঙ্কি রুট’ (বেআইনিভাবে) ধরে বিদেশ যাত্রার (এখানে লন্ডন) গল্প হিরানির ডাঙ্কি। অবৈধ অভিবাসীদের প্রেক্ষাপটে সাজানো এই গল্পে শাহরুখের পাশাপাশি দর্শক দেখেছে তাপসী পান্নু,💟 ভিকি কৌশল, বোমান ইরানিদের। ছবির বক্স অফিস পারফরম্যান্সে খুশি পরিচালক। তিনি জানিয়েছেন,‘অবশ্যই বাণিজ্যিক সাফল্য জরুরি আার কাছেও, কিন্তু আমি সেটার উপর ফোকাস করি না। কারণ যদি তুমি সেটার উপর জোর দাও তাহলে যে গল্প তুমি বলতে চাইছো সেটার সঙ্গে সুবিচার করতে পারবে না’।
অন্যদিকে ডাঙ☂্কি তথা শাহরুখের সঙ্গে সোশ্যাল মিডিয়ার দৌলতে যে অহেতুক প্রতিযোগিতা তৈরি হয়েছে তাতে বিরক্ত সালার পরিচালক। 🌌প্রশান্ত নীল তাঁর বক্তব্যে জানান, 'এটাই হয় সিনেমা। আপনি আপনার হিরোর হয়ে সমর্থন করে। আর অনুভূতি তখন সব কিছুকেই ছাপিয়ে যায়। ভক্তদের কাছে হয়তো এটা যুদ্ধের মতোই একটা ব্যাপার। কিন্তু আমাদের কাছে সেটা নয়। আমরা একসঙ্গে ভালো ব্যবসা করতে চাই। আমি এসব নিয়ে কথা বলতে চাই না। দুজনেই ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা।'
নতুন বছরের গোড়ায় স🌃েভাবে কোনও বড় ছবির মুক্তি নেই। হৃতিক-দীপিকার 'ফাইটার' আসছে ২৫শে জানুয়ারি। সুতর🍬াং আগামী ২৪দিন ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ থাকছে শাহরুখ ও প্রভাসের হাতে।