ইডির তরফে এলভিস যা♒দবের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। জানা গিয়েছে বন্যপ্রাণ ক্রাইম কেসে অর্থাৎ মিউজিক ভিডিয়ো, ব্লগে সাপ এবং অন্যান্য এক্সটিক পশুদের বেআইনি ব্যবহার করায় তাঁর এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। এদিন এলভিসের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মূল্য প্রায় ৫২ লাখ ৪৯ হাজার টাকা।
এলভিস যাদবের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে আছে উত্তর প্রদেশের একটি চাষের জমি, ব্যাঙ্ক🐼 অ্যাকাউন্ট, ইত্য⛄াদি। এই প্রতিটা জিনিসই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সিদ্ধার্থ যাদব ওরফে এলভিস যদি , রাহুল যাদব এবং স্কাই ডিজিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামে। ২০০২ সালের অর্থ তছরুপ আটকানোর অ্যাক্টের আওতায় তাঁর এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
এলভিস যাদবের নামে কী কী কেস আছে?
এলভিস যাদবের নামে দুটো আলাদা আলাদা থানায় দুটো কেস দায়ের করা হয় নভেম্বর ২০২৩ থেকে মার্চ ২০২৪ এর মধ্যে। প্রথম কেসটি একটি স্টিং অপা🅠রেশনের পর করা হয় যেখানে জানা যায় বেশ কিছু এজেন্ট সাপ এবং সেগুলোর বিষ বিভিন্ন ইভেন্ট, ইত্যাদিতে দিচ্ছে। আর দ্বিতীয় কেসে এলভিস যাদবের বিরুদ্ধে মিউজিক ভিডিয়োতে সাপের ব্যবহার করায় অভিযোগ করা হয়।
ইডির তরফে জানানো হয়েছে রাহুল এবং এলভিস যাদব বেআইনিভাবে বিশেষ কিছু প্রজাতির সাপ এবং এক্সোটিক পশু যেমন ইগুয়ানা, ইত্যাদি ব্যবহার করেছেন যাতে তাঁদের সোশ্যাল মিডিয়ায় 🎃ফলোয়ার এবং ভিউ বাড়ে, একই সঙ্গে যাতে পল্লা দিয়ে আয় বাড়ে। এই মিউজিক ভিডিয়োগুলো স্কাই ডিজিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফে প্রযোজনা করা হতো। ইউটিউবে দেওয়া হতো এই ভিডিয়োগুলো।