আরজি কর কাণ্ডের জের! ৩১ বছরের মহিলা চিকিৎসকের বিচার চেয়ে যেভাবে পথে নেমেছেন সাধারণ মানুষ, যেভাবে পরিস্থিতি উত্তাল হয়ে আছে তার ছাপ পড়েছে টলিউড এবং বাংলা ছবিতেও। বর্তমান অবস্থায় অনেকেই সিনেমা হলে গিয়ে ছবি দেখতে আগ্রহী নন। আর সেই কথা ভেব𒈔েই একাধিক ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। তালিকায় আছে কোন কোন ছবি?
আরও পড়ুন: '১০ লাখের লটারি', ভাইঝি হওয়ার খবর পেতেই দাবি লাফটারসেনের! মজার ছলে সমাজকে আয়না ಌদেখালেন নিরঞ্জন
কোন কোন বাংলা ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে?
এই তালিকায় প্রথমেই আছে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি এই রাত তোমার আমার -এর নাম। এই ছবিটি ৩০ অগস্ট মুক্তি পাওয়ার ꦍকথা ছিল। প্রচারও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ছবির নির্মাতারা রাজ্যের এই অবস্থার মধ্যে ছবিটিকে মুক্তি দিতে চান না। প্রসঙ্গত এই ছবিতেই প্﷽রথমবার একসঙ্গে দেখা যাবে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে। তবে কবে এই ছবিটি আবার মুক্তি কবে সেটা এখনও জানা যায়নি।
এর পরেই রয়েছে যমালয়ে জীবন্ত ভানু ছবিটির নাম। এই ছবিটিরও ৩০ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। ২৬ অগস্ট যেহেতু ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল তাই এই দিনেই ছবিটা মুক্তি পাবে বলে ঠিক করা হয়। কিন্তু ꦿনির্ধারিত দিনে মুক্তি পেল না এই ছবি। তবে কবে মুক্তি পাবে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই নতুন ছবি সেটা এখনও জানা যায়নি।
ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার তালিকায় আছে আরও দুটো নাম সৌরভ পালোধির অঙ্ক কি কঠিন এবং রণ রাজের পরিচয় গুপ্ত। অঙ্ক কি কঠিন শিশুদের নিয়ে তৈরি ছবি। ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু সেটা এখনই হচ্ছে না। এখানে অভিনয়ে আছেন পার্নো মিত্র, উষসী চক্রবর্তী, শঙ্কর দেবনাথ, প্রমুখ। অন্যদিকে পরিচয় গুপ্ত ছবিটিতে আছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, প🤪্রমুখ।