সদ্যই মুক্তি পেয়েছে সেক্স কমেডি ঘরানার ছবি থ্যাংক ইউ ফর কামিং। কিন্তু ছবিটা মুক্তি পাওয়ার পর থেকে দ😼র্শকদের থেকে নানা বিরূপ প্রতিক্রিয়া পেয়েছে। এই ছবিতে প্রধান ভূমিকায় ভূমি পেডনেকর, শেহনাজ গিল, ডলি সিং, প্রমুখকে দেখা গিয়েছে। ছবিটির প্রযোজনা করেছেন একতা কাপুর। সম্প্রতি তিনি এই ছবিকে ঘিরে যে ট্রোল, মজা, ইত্যাদি চলছে সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে একহাত নিলেন। এদিন তিনি রীতিমত মজা করার মুডেই ছিলেন। ট্রোলারদের তুলোধনা করার আগে তিনি করে লেখেন, 'আমি হালকা করে টুইটারে ফিরে এলাম। বেশি কথা বলার জন্য আমার টিম আমার মুখ বন্ধ করার আগেই চট🌼 করে কিছু কথা বলে নিই।'
কী কী বললেন একতা?
একজন থ্যাংক ইউ ফর কামিং ছবিটি দেখে এসে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, 'খুবই হতাশ হলাম।' সেটার উত্তরে এꦉকতা লেখেন, 'যে হইচই থ্যাংক ইউ ফর কামিং ফেলেছে সেটার স্বাধীনতা কতটা সেটা নির্ধারণ করা যাবে না, আর অ্যাকিউরেসির কথা তো আপনি ছেড়েই দিন। যাই হোক, এই রিভিউটা পড়ে আমার বেশ মজাই লাগল।'
আরেকটা পোস্টে তিনি লেখেন, 'থ্যাংক ইউ ফর কামি𝕴ং একটু পাগলাটে ধরনের ছবি যা আমি এবং আমার পার্টনার রিয়া কাপুর বানিয়েছি। এটা যে কেবল পুরুষতন্ত্রকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সেটাই নয়, এমনকি সেটাতে সুড়সুড়ি পর্যন্ত দিয়েছে যাতে হাঁচির মাধ্যমে যা যা ভুলভাল জিনিস আছে সেগুলো বেরিয়ে যায়।'
একতা একটি টুইটে লেখেন, 'আত্মতুষ্ট🦋ির জন্য কালচার ধ্বংস করা থেকে আন্তর্জাতিক প্রেসে ভারতীয়দের থেকে হাততালি পাওয়া....'
আরও পড়ুন: শ্রেয়া যে গান ভয় পান𝔉, সেটাꦕই অবলীলায় করলেন বাঙালি প্রতিযোগী, মিলল কী পুরস্কার?
আরও পড়ুন: ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবির পর ফের পর্দায় ফিরছেনꦆ আমির
অ্যাডাল্ট মুভি নিয়ে একতার কী মত?
সোশ্যাল মিডিয়ায় একজন তাঁর উদ্দেশে লেখেন যে দয়া করে অ্যাডাল্ট ছবি বানানো বন্ধ করুন। তার উত্তরে একতা লেখেন, 'না, আমি একজন পূর্ণবয়স্♏ক তাই তেমনই ছবি বানাবো।' আরেক ব্য♑ক্তি লেখেন, 'আপনার লজ্জা লাগা দরকার।' উত্তর তিনি বলেন, 'ওকে আমার লজ্জা লাগা দরকার।'
একতা কাপুরের জন্য ডিভোর্সের সংখ্যা বাড়ছে ভারতে!
এক টুইটার ব্যবহারকারী সম্প্রতি দাবি করেন যে একতা আর করণ জোহর নাকি ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস♏ করছেন তাঁদের ছবি এবং শোয়ের দ্বারা। উত্তরে তিনি লেখেন, 'হু♕ম।'