দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’। অবশেষে সামনে এল ছবির বহু প্রতীক্ষিত টিজার। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে আগেই চমকে দিয়েছিলেন কঙ্গনা, এবার শোনা গেল ইন্দিরা-রূপী কঙ্গনার কন্ঠও। তাতেও রইল চমক। যদিও এই ছবি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়, তা আগেই স্পষ্ট করেছেন অভিনেত্রী-পরিচালক কঙ্গনা। সত্তরের দশকে দেশে জারি ‘জরুরি অবস্থা’র প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। আরও পড়ুন-'৫০০🎶 টাকা নিয়ে মুম্বই এসেছিলাম'- এমার্জেন্সি ফ্লপ হলে কী করব🐻েন জানালেন কঙ্গনা
এদিন ইনস্টাগ্রামে এমার্জেন্সির ঝলক ভাগ করে নেন✃ কঙ্গনা রানাওয়াত। পাশাপাশি ঘোষণা করলেন ছবি মুক্তির তারিখও। চলতি বছর নভেম্বরের ২৪ তারিখ মুক্তি পেতে চলেছে ‘এমার্জেন্সি’। ১৯৭৫ সালের জুন মাস থেকে ১৯৭৭ সালের ২১শে মার্চ পর্যন্ত, একটানা ২১ মাস ভারতে জরুরি অবস্থা জারি ছিল। সেই সময়কালই ধরা পড়েছে এই ছবিতে।
এমার্জেন্সি টিজার
এমার্জেন্সির টিজারের শুরুতেই স্ক্রিনে ভেসে উঠল ২৫শে জুন, ১৯৭৫। পুলিশের উপর ইট বৃষ্টি করছে উত্তেজিত জনতা। রাস্তায় আগুন জ্বলছে। এরপরই সংবা﷽দপত্রের শিরোনামে লেখা- ‘জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে’। তারপরই শোনা যায় অনুপম খেরের কন্ঠস্বর। জেলবন্দি ‘বিরোধী দলনেতা’ অনুপম খের। ছবিতে রাজনৈতিক ব্যক্তিত্ব জয়প্রকাশ নারায়ণের চরিত্রে দেখা যাবে অনুপম খেরকে। যিনি জেপি নারায়ণ নামেই♔ সমাধিক পরিচিত। অনুপম খেরকে বলতে শোনা গেল, ‘ভারতের ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায় এটি, এটা সরকার রাজ নয়, অহঙ্কর রাজ। এটা আমাদের নয়, এই দেশের মৃত্যু’। ইন্দিরার ‘একনায়কতন্ত্র’-এর বিরুদ্ধে এখানে আওয়াজ তুলতে দেখা গেল জেপি নারায়ণকে। তারপরই দেখা মিলল ‘ইন্দিরা’ কঙ্গনার। বলতে শোনা গেল, ‘এই দেশের রক্ষা করতে আমাকে হবেই, কেউ রুখতে পারবে না। কারণ ইন্ডিয়া মানেই ইন্দিরা, আর ইন্দিরা মানেই ইন্ডিয়া!’
টিজার শেয়ার করে কী লিখলেন কঙ্গনা?
ইন্দিরা গান্ধী কি ভারতের রক্ষক ছিলেন নাকি একনায়ক? সেই প্রশ্নই এখানে রেখেছেন পরিচালক কঙ্গনা। কঙ্গনা যোগ করেন, ‘আসনু সাক্ষী থাকি আমাদের দেশღের ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়ের যখন দেশের 🎉সর্বোচ্চ যুদ্ধ ঘোষণা করেছিলেন তাঁরই দেশের জনতার বিরুদ্ধে।’
‘এমার্জেন্সি’ পরিচালক কঙ্গনার দ্বিতীয় ছবি। মনিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি-র পর এই ছবিতে ফের একবার পরিচালকের আসনে অভিনেত্রী। এই ছবি প্রযোজনℱার দায়িত্বেও রয়েছে কঙ্গনার মনিকর্ণিকা ফিল্মস। টিজারে কঙ্গনা ও অনুপম খের ছাড়া কাউকে দেখা না গেলেও এই ছবিতে রয়েছেন বলিউডের বহু নামীদামী শিল্পী। এই ছবিতে দেখা মিলবে মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান,💖 শ্রেয়স তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।
২০২১ সালে ‘এমার্জেন্সি’ ছবির ঘোষণা সেরেছিলেন কঙ্গনা। মোদী-প্রশংসক কঙ্গনাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখতে মুখিয়ে রয়েছেন অনেকেই। চলতি বছর জানুয়ারি মাসেই ‘এমার্জেন্সি’র শ্যুটিং শেষ করেছেন পরিচালক-অভিনেত্রী-প্রযোজক কঙ্গনা রানাওয়াত। বক্স অফিসে কঙ্গনার শেষ রিলিজ ‘ধাকড়’ মুখ থুবড়ে পড়েছিল। এই ছবি নিয়ে আশাবাদী কঙ্গনা। ‘⛄এমার্জেন্সি’র শ্যুটিং সারতে নিজের সম্পত্তি পর্যন্ত বন্ধক রেখেছেন অভিনেত্রী। তবে কঙ্গনা জানিয়েছেন মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বই এসেছিলেন তিনি, তাই তাঁর কিচ্ছু হারানোর ভয় নেই। আপতত অপেক্ষা ২৪শে নভেম্বর ছবি মুক্তির।