আজ ২০ নভেম্বর, আরও একবার ফিরে এসেছে সেই দিন, সেই খারাপ স্মৃতি…। আজ থেকে ঠিক একবছর আগে এই দিনেই মায়ের কোল শূন্য করে চিরকালের জন্য বিদায় নিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই লড়লেও শেষটা আর পেরে ওঠেননি ঐন্দ্রিলা। তাঁর চলে যাওয়ার কষ্টটা অনেকের কাছে থিতিয়ে গেলেও যায়নি যাঁর কাছে, তিনি আর কেউ নন, ঐন্দ্রিলার মা, শিখ🦩া শর্মা। শিখা দেবী অবশ্য বিশ্বাস করেন ঐন্দ্রিলার আছেন। শিখা শর্মার কথায়, ‘ঐন্দ্রিলা আজ একবছর শারীরিকভাবে আমার কাছে নেই, তবে ও আছে আমার কাছেই, আমি অনুভব করি।’
তাঁর আদরের ‘মিষ্টি’ (ঐন্দ্রিলা) আর নেই। রয়েছে শুধুই স্মৃতি। চোখে জল নিয়ে শিখা দেবী (শর্মা) ধরা গলায় বললেন তিনি ভালো নেই। শিখা শর্মা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানাচ্ছেন, ‘গত বছর নভেম্বরে এই সময় আমরা যে সময়ের মধ্যে দিয়ে গিয়েছ﷽ি, প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসে। অসুস্থ হোক, তবে প্রাণটা তো ছিল। আমরা আশায় ছিলাম, ও ফিরে আসবে। ও যেমন লড়াকু ছিল, তাতে মন বলত, ও ঠিক ফিরে আসবে।’
আরও পড়ুন-‘অরিজিৎ ফোন করেছিল…’ ঐন্দ্রিলার চলে যাওয়ার এক🅷বছর পার, শিখা শর্মাকে কী বললেন গ⭕ায়ক?
আরও পড়ুন-'করণ জ🐎োহর ঘর ভেঙেছেন', কফি উইথ করণ-এ এসে বে𒆙ফাঁস বরুণ, শুনে চেয়ার ছাড়লেন KJO
শিখা দেবী বলেন, ‘আমি এখন বহরমপুরে, কলকাতাতে নেই। আজ সকাল থেকে ২৫টা বৃক্ষরোপণ করলাম, কারণ মিষ্টির ২৫ বছর বয়স হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে, আমার নার্সিং স্কুলে বৃক্ষরোপণ করলাম। আর কিছু বনদফতরে মাধ্যমে করব। আর কিছু দুঃস্থ মানুষজনদের খাওয়াব, শীতবস্ত্র দান করব, পথ সারমেয়দের খাওয়াব, এই আর কী… আর 🍬কীই🎉 বা করব, সারাদিনটা ওঁর স্মৃতিতে কাটানো। ’