ইদে মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরা অভিনীত ও প্রযোজিত ছবি ‘মির্জা’। ময়দান, বড়ে মিঁয়া ছোটে মিঁয়ার মতো বিগ বাজেট বলিউড ছবির পাশেও নিজের ছাপ ফেলেছেন 'মির্জা' অঙ্কুশ। দীর্ঘদিন পর বাংলা কর্মাশিয়াল ছবি হালে পানি পেল অঙ্কুশের হাত ধরে। মুক্তির পর পাঁচদিন অতিক্রান্ত। বক্স অফিসে কেমন ব্যবসা করল এই ছবি? মির্জা পার্ট ২ নিয়ে কী ভাবছেন অঙ্কুশ? জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা-প্রযোজকের সঙ্গে। অঙ্ক কষেই প্রযোজনায় নেমেছেন, বুঝিয়ে দিলেন অঙ্কুশ। আরও✃ পড়ুন-'৫ হাজারের ব্যবসা করেও রানিং সাকসেসফুলি লেখে...' ‘মির্জা’ অঙ্কুশের নিশ🎃ানায় কারা?
মির্জা নিয়ে চারিদিকে ইতিবাচক প্রতিক্রিয়া। প্রযোজক হিসাবে কতটা স্বস্তিতে অঙ্কুশ? মুচকি হেসে আমাদের প্রতিনিধিকে বললেন, ‘সত্যি খুব ভালো লাগছে। এই ধরণের কমার্শিয়া🎃ল ছবি এলে তবেই সেই যুগ ফিরবে। মির্জা একটা সেনসিবল কমার্শিয়াল ছবি। তবে প্রযোজক হিসাবে♛ দুঃখের জায়গা একটাই! গ্রাম ও শহরতলির সিঙ্গলস্ক্রিনগুলোকে অনেক উন্নত হতে হবে। ওই জায়গাগুলোতে অনেক বছর ধরে বাংলা বাণিজ্যিক ছবি থেকে মানুষ সরে গেছে। মানুষকে ফেরাতে গেলে মির্জার মতো ছবি আরও তৈরি হতে হবে’।
প্রযোজক হিসাবে যে রিস্কটা নিয়েছি๊লেন, তা সফল বলে মনে হচ্ছে? খানিক ভেবে জবাব, ‘আমার পক্ষে তো ব্যাক টু ব্যাক মির্জা বানানো সম্ভব নয়। আমি নিশ্চিতভাবে এক বছর বা দু-বছর পর মির্জা টু নিয়ে🐭 আসব। কিন্তু বাকি সবাইকে ভালো বাণিজ্যিক ছবি নিয়ে আসতে হবে। ২০১৪-১৫ সালেও ৭০০-৮০০ সিটের সিঙ্গল স্ক্রিন ভরে যেত ছবির প্রথম দিনেই। কিন্তু সেই মানসিকতাতেও জং ধরেছে, আর হলে গিয়ে ছবি দেখার অভ্যাসেও জং ধরেছে। সেখানে আমাদের লড়াইটা লড়তে হবে।’