আদানি-কাণ্ডে ভারত এবং আমেরিকার সম্পর্কে কোনও প্রভ🔯াব পড়বে না। ভারত এবং আমেরিকার অত্যন্ত মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে আছে। এমনই আশাপ্রকাশ করলেন হোয়াইট হাউসের প্রেস সচ🃏িব কারিয়েন জেন-পিয়ার। তিনি বলেন, 'ভারত এবং আমেরিকার সম্পর্ক অত্যন্ত মজবুত ভিতরে উপরে দাঁড়িয়ে আছে। আমাদের জনগণের মধ্যে সম্পর্ক এবং বিশ্বব্যাপী বিভিন্ন বিষয়ে সহযোগিতার উপরে ভিত্তি করে ভারত এবং আমেরিকার সম্পর্ক দাঁড়িয়ে আছে। আমরা আত্মবিশ্বাসী যে এই বিষয়টির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারব। অন্যান্য ক্ষেত্রেও যেটা করা হয়েছে।' সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আদানি-কাণ্ডের বিষয়টি নিয়ে 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন' এবং মার্কিন বিচার বিভাগ সরাসরি বলতে পারবে। আর হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে তিনি জোর দিয়ে এটা বলতে পারেন যে ‘ভারত এবং আমেরিকার সম্পর্ক মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে আছে।’
২,২৩৭ কোটি টাকা ঘুষ নিয়ে ১৬,৯০০ কোটি টাকার মুনাফা?
আর তিনি সেই মন্তব্য করেছেন, যখন যাবতীয় অভিযোগ খার🅺িজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। মার্কিন আধিকারিকরা অভিযোগ করেন, সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতীয় অফিসারদের ২৬৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ২,২৩৭ কোটি টাকার মতো) ঘুষের প্রস্তাব দিয়েছিলেন আদানি, তাঁর ভাইপো সাগর-সহ আটজন। তাঁরা ২,২৩৭ কোটি টাকার মতো ঘুষের প্রস্তাব দিয়ে যে চুক্তি পেতে চাইছিলেন, তাতে ২০ বছরে ১৬,৯০০ কোটি টাকার মতো মুনাফা হত বলে মার্কিন প্রশাসনের তরফে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: Adani Briber🍒y Case: আদানি- ঘুষ কাণ্ডে জড়িয়ে গেলেন 'ভাইপো', সাগꦡরের আসল পরিচয়টা জেনে নিন
পুরো ভিত্তিহীন অভিযোগ, দাবি আদানি গোষ্ঠীর
যদিও আদানি গোষ্ঠীর তরফে দাবি করা হয়, আদানি গ্রিন এনার্জির ডিরেক্টরদের বিরুদ্ধে 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন' এবং মার্কিন বিচা🌜র বিভাগ যে অভিযোগ করেছে, তা পুরোপুরি ভিত্তিহীন। সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। আর মার্কিন বিচার বিভাগের তরফেই জানানো হয়েছে যে এখনও পুরোটাই অভিযোগ। যতক্ষণ না সেইসব অভিযোগ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ আদানি গ্রিনের কর্তাদের নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে। আর সেই পরিস্থিতিতে যাবতীয় আইনি সহযোগি🌃তা নেওয়া হবে।
চাইলেও আদানিকে গ্রেফতার করতে পারবেন না মোদী, দাবি রাহুলের
আদানির তরফে সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হলেও বিষয়টি নিয়ে ভারতের অভ্যন্তরে রাজনৈতিক রেষার✤েষি শুরু করে দিয়েছে। কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী তো সরাসরি আদানিকে গ্রেফতারির দাবি তুলেছেন। তাঁর কথায়, 'আমরা দাবি করছি যে অবিলম্বে আদানিকে গ্রেফতার করা হোক। কিন্তু আমরা জানি যে সেটা হবে না। কারণ (নরেন্দ্র মোদী) তাঁকে রক্ষা করছেন।' সেইসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, 'মোদী যদি চান, তাহলেও কিছু করতে পারবেন না। কারণ তাঁকেꦯ নিয়ন্ত্রণ করেন আদানি।'
BJP-র পালটা তোপ
রাহুলের আক্রমণের প্রেক্ষিতে পালটা বিজেপির 🔯দাবি, যে চারটি ℱরাজ্যের কথা মার্কিন আদালতে বলা হয়েছে, সেগুলির কোনওটায় বিজেপির সরকার নেই। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘আইন আইনের পথেই হাঁটবে।’