১১ই জুন শেষ হচ্ছে না মেয়েবেলা। বরং সোমবার থেকে নতুন সময়ে (বিকাল ৫টা) দেখা যাবে ‘মৌঝর’-এর কাহিনি, সে কথা আনুষ্ঠানিক ঘোষণার আগেই জানিয়েছিল হিন্দুস্তান টไাইমস বাংলা। আজ থেকেই নতুন সময়ে সম্প্রচার🔴 শুরু হয়েছে ‘মেয়েবেলা’র। তবে তাতেও স্বস্তি নেই, সিরিয়াল নিয়ে আশা জাগানোর মতো কোনও আপটেড মিলছে না! টেলিপাড়ায় জোর গুঞ্জন তাড়াহুড়ো করে গল্পে ইতি না টেনে নতুন সময়ে সিরিয়াল সম্প্রচারের দাবি মেনে নিয়েছে প্রযোজনা সংস্থা। তবে সেটা সাময়িক। হ্যাঁ, ‘মেয়েবেলা’ নিয়ে চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থার বিরোধ পুরোপুরি মেটেনি।
‘মেয়েবেলা’র মতো বিগ বাজেট সিরিয়াল বিকাল ৫টার স্লটে চালাতে কোনওভাবেই রাজি নয় সুরিন্দর ফিল্মস। সেই কারণেই নাকি এই মাসেই শেষ হবে ‘মেয়েবেলা’র সম্প্রচার। সূত্রের খবর, চলতি সপ্তাহেই শেষ শ🅷্যুটিং এই ধারাবাহিকের। প্রোডাকশন হাউস নাকি জানিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়ে দিয়েছে ১৫ই জুনের মধ্যে ‘মেয়েবেলার’র শ্যুটিং-এর কাজ শেষ করতে। তাই রূপা গঙ্গোপাধ্যায়ের শো ছেড়ে বেরিয়ে যাওয়ার মাস দেড়েকের মধ্যেই বন্ধের মুখে এই মেগা।
আপতত বিকাল ৫টার স্লটেই সম্প্রচারিত হচ্ছে ‘মেয়েবেলা’, এর বাইরে সিরিয়ালের কোনও রি🅠পিট টেলিকাস্টের স্লট পর্যন্ত দেয়নি স্টার জলসা। সুতরাং এই সিরিয়াল নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে কোনওরকম সমাধানসূত্র বার করা কার্যত অসম্ভব তা একপ্রকার মেনে নিয়েছে চ্যানেল।
সোমবার থেকে সন্ধ্যা সাড়ে সাতটা-র স্লটে সম্প্রচারিত হচ্ছে ‘সন্ধ্যাতারা’। এই মেগার সঙ্গে স্টার জলসার পর্দায় ফিরলেন অন্বেষা হাজরা। মাত্র এ൲ক সপ্তাহের ব্যাবধানে চ্যানেলে শুরু হয়েছে দুই নতুন মেগা। ‘তুঁতে’ এবং ‘সন্ধ্যাতারা’র হাত ধরে ৭-৮টার স্লট উদ্ধারে মরিয়া চ্যানেল। এছাড়াও স্টার জলসায় যিশু উজ্জ্বল সেনগুপ্ত-র একটি সিরিয়াল খুব শীঘ্রই আসছে। ব্লুজ প্রোডাকশন এবং এসভিএফেরও নতুন মেগা শুরু হওয়ার কথা চ্যানেলে। সব মিলিয়ে নতুন মেগাকে জায়গা করে দিতে শেষ হচ্ছে চলতি ধারাবাহিকগুলো। টিআরপি-র লড়াইয়ে পিছিয়ে পড়লেই হয় স্লটহারা হতে হচ্ছে নয়তো চিরকালের মতো বিদায় নিতে হচ্ছে।
‘মেয়েবেলা’ নিয়ে বিতর্কের মাঝেই টিআরপি তালিকায় কিন্তু ভালো ফল করেছে এই মেগা। গত সপ্তাহের ১.১ রেটি𓄧ং পয়েন্ট বেড়ে ৫.৩ নম্বর পেয়ে সেরা ১০-এ জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল। তা সত্ত্বেও মাত্র পাঁচ মাসের মধ্যেই বন্ধের মুখে ‘মেয়েবেলা’। কোনওরকম বড় অঘটন না ঘটলে জুন মাসের তৃতীয় সপ্তাহেই মৌ-নির্ঝরের গল্পে দাঁ♛ড়ি পড়ছে।