অঙ্কের প্রতি ভয় কমবেশি সক💦ল পড়ুয়ারই। কিন্তু একটু অভ্যেসে এনে ফেললেই করে ফেলা সম্ভব সহজ সমাধান। একমাত্র বিষয়, যাতে পরীক🗹্ষার হল থেকে বেরিয়েই বুঝে ফেলা সম্ভব ফুল মার্কস আসবে কি আসবে না! এই ছকে বেঁধেই নিজের পরের সিনেমা বানাচ্ছেন সৌরভ পালোধি। প্রযোজক রাণা সরকার।
মীরাক্কেল খ্যাত সৌরভের আগের সিনেমা কলকাতায় কলম্বাস মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। ছিলেন মীর, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীরা। এবারের সিনেমাটির নাম ‘অঙ্ক কি কঠিন’। গল্পের হ🐷িরো তিন শিশু। যাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়র, আরেকজন মায়ের মতো নার্স হতে চায়। তবে এদের স্বপ্নগুলো বড় হলেও, বেড়ে ওঠা নিম্নবিত্ত পরিবারে। পড়াশোনা এক সাধারণ সরকারি অবৈতনিক স্কুলে। রাজারহাটের এমন এক অঞ্চলে এরা থাকে, যেখানে শহর কলকাতার বড় বড় গাড়ি, বড় বড় বাড়ির ভিড়ের মাঝে থেকেও খুবই সাধারণ। যেখানের দিন আনা দিন খাওয়া মানুষগুলো প্রতিনিয়ত জীবনের অঙ্ক মেলাতে ব্য🎶স্ত।
তিন শিশুর স্বপ্ন তারা বড় হয়ে একটা হাসপাতাল খুলবে। তাঁদের এলাকার মানুষগুলো যাতে বিনা চিকিৎসায় আর মারা না যায়। আর এই তিন শিশু শুধু নয়, ওই অঞ্চলের লোকেদের আছে একজন হিরো। নাম তার শাহরুখ। তার জীবনেও আছে একটা কাজল। যাকে সে বিয়ে করতে চায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ধর্ম। সিনেমার পর্দার মতো বাস্তবে এই শাহরুখ আর কাজল🐎ের ভালোবাসায় লোক সিঁটি বাজায় না, বরং চোখ রাঙায়।
এই তিন শিশু আর শাহরুখ মিলে কি পারবে তাঁদের পিছিয়ে পড়া এলাকায় নিজেদের মতো করে একটা হ🌌াসপাতাল চালু করতে। 𒁃আদৌ কি মিলবে তাঁদের জীবনের অঙ্কগুলো?
পরিচালক সৌরভ হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন, ছবির স্ক্রিপ্ট ফাইনাল। আপাতত তিন শিশুকে নিয়ে চলছে ওয়ার্কশপ। ছবির জন্য আনকোরা তিন শিশু শিল্পীকে প্রস্তুত করতে ব্যস্ত তিনি আপাতত। সঙ্গে ওয়ার্কশপে সুবিধাবঞ্চিত এলাকার বাচ্চাদের নিয়েও কাজ চল⛦ছে, যাদের দেখ𝓰া যাবে এই সিনেমাতই। লুক সেট হওয়া এখনও বাকি।
‘অঙ﷽্ক কি কঠিন’ সিনেমায় কাজলের চরিত্রে থাকছেন পার্নো মিত্র। আর শাহরুখের চরিত্রে টলিউড পেতে চলেছে নতুন এক মুখ। থিয়েটার অভিনেতা, নাম প্রসূন সোম। একটি বাচ্চার মায়ের চরিত্রে দেখা যাবে ঊষসী চক্রবর্তী, বাবার চরিত্রে শঙ্কর দেবনাথকে। চিত্রনাট্য লিখেছেন সৌরভ পালোধি ও সৌমিক দেব। সংগীতে রয়েছেন দেবদীপ মুখোপাধ্যায়।