মৃণাল সেনের জীবনের উপর নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'পদাতিক' আসছে। মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে এই ছবির মাধ্যমে পরিচালককে শ্রদ্ধাজ্ঞাপন করতে চেয়েছেন সৃজিত। ছবিতে মৃণাল সেন ভূমিকায় দেখা যাবে বাংলাদেশেরꩲ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তাঁর বিপরীতে গীতা সেনের ভূমিকায় থাকবেন মনামী ঘোষ। সত্যজিৎ রায় হিসেবে দেখা যাবে জিতু কমলকে। ১৫ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবি।
সৃজিত মুখোপা꧟ধ্যায়ের এই ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো। আর এবার সেই উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন ছবির ট্রেলার। রবিবার শহরের নামী পাঁচতারা হোটেলে হয়ে গেল ছꦫবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। চঞ্চল চৌধুরী ও জিতু কমল ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক-সহ সব কলাকুশলীরাই।
আরও পড়ুন: গায়ে কাঁটা ধরালেন চঞ্চল পদাতিক-এর ট্ꦦরেলারে! এক দৃশ্যে মৃণালকে ‘নগ্ন’ দেখালেন পরিচা🧔লক সৃজিত
মৃণাল সেনের কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন সবটা ফুটে উঠেবে এই ছবিতে। ট্রেলারেই সেই ঝলক স্পষ্ট। তাছাড়াও তৎকালীন সময়কেও তুলে ধরা হয়েছে। এর জন্য যে বিরাট রিসার্চ করতে হয়েছে, তার খুঁটিনাটি নিয়ে পরিচালক বলেন, 'লকডাউনের সময় থেকেই এর রিসার্চ ওয়ার্ক শুরু হয়। প্রায় দেড় বছর মতো চলে। এ প্রসঙ্গে আমি দুটি বইয়ের কথা উল্লেখ করব, 'তৃতীয় ไভুবন' এবং 'বন্ধু'। এই দু'টি বই প্রধানত, এছাড়া মৃণাল সেনের লেখা সিনেমা ও রাজনীতি বিষয়ক নানা প্রবন্ধ এগুলোই আমাদের কাজের মূল উৎস বলা যেতে পারে।' মৃণাল সেনের ছবির নাম পদাতিক সেই নামেই কেন তাঁর বায়োপিক। এ প্রসঙ্গে সৃজিতের মত, 'গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো। আমি ওঁর ব্যবহৃত সিনেমেটিক টুলও ব্যবহার করেছি। ফ্রিজ ফ্রেমের থেকে ফোরথ ওয়াল ব্রেকিং, তাছাড়া ওঁর ছবির নানা ফুটেজও ব্যবহার করেই ওঁর গল্প বলেছি। তাই আমার মনে হয়েছে মৃণাল সেনের ছবির নাম দিয়ে তাঁর✱ বায়োপিক করাটা যথাযথ হবে। তাছাড়াও পরিচালক শতবর্ষে মুক্তি প্রাপ্ত অন্য দুই ছবি 'পালান' ও 'চালচিত্র এখন'-এর প্রসঙ্গ টেনে বলেন তাঁর ছবিটি হল 'ক্যাসিকাল বায়োপিক'।
আরও পড়ুন: 'আমি বন্ধুদের ফোনের অপেক্ষা করি না…', অকপট রুকমা
অন্যদিকে, পরিচালকের সঙ্গে এটাই প্রথম কাজ মনামী ঘোষের। টলিপাড়ায় অনেকের মতেই সৃজিতের সঙ্গে কাজ মানে কেরিয়ারে উত্তরণ। মনামীরও কি তাই মনে করেন? প্রশ্নে নায়িকার অকপট স্বীকারোক্তি, 'একদমই তাই। শুধু সেটা নয় এই ছবিটা যে রকম ভাবেই দর্শ🎃কদের কাছে আসুক না কেন, এটা আমার কেরিয়ারে একটা মাইলস্টোন হয়েই থাকবে।'