আইপিএল আর লোকসভা ভোটের জাঁতাকলে বেহাল দশা বাংলা সিরিয়ালের টিআরপি-র! তবে এর মাঝেই পাশা বদলে দিল কথা। স্টার জলসার এই মেগা প্রথমবারের জন্য বেঙ্গল টপার। এখন আর শুধু ২+ টিআরপিতেই নয়, ১৫+ টিআরপি তালিকানুসারেও ফার্স্ট গার্ল কথা। আরও পড়ু🦩ন-‘বাংলার ১ নম্বর শো এখন কথা’, লিখল অগ্নিভ, কোন অঙ্কে হার ফুলকির? জবাব সাহেবের
৬.১ নম্বর নিয়ে শীর্ষে সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য অভিনীত মেগা। দ্বিতীয়স্থানে রয়েছে গীতা এলএলবি। এতদিন সেরার লড়াইয়ে এগিয়ে থেকেছে ফুলকি এবং নিম ফুলের মধু, তবে আশ্চর্যজনকভাবে এই সপ্তাহে তৃতীয় ও চতুর্থস্থান নিয়েই সন্তুষ্ট থাকছে হচ্ছে জি বাংলার এই দুই মেগাকে। সাফল্যের চওড়া হাসি কথার মুখে। হিন্দুস্তান টাইমস বাংলাকে সুস্মিতা জানালেন, ‘অবশ্যই খুব আনন্দ হচ্ছে। আমরা সবাই ๊খুব পরিশ্রম করছি, সকাল থেক রাত সবাই খাটা-খাটনি করছি। এই সাফল্য ধরে রাখাতে হবে, দায়িত্ব বেড়ে গে꧟ল। তবে কোনও কিছুই কিন্তু চিরকালের জন্য।’
টিআরপির অঙ্ক যে কোনও দিন ঘুরে যেতে পারে, ভালো করেই জানেন সুস্মিতা। নায়িকার গত দুই সিরিয়াল টিআরপির জন্যই চটজলদি বন্ধ হয়েছে। অভিনেত্রী বললেন, ‘আজক꧋🐻াল মেগা সিরিয়ালের টিআরপিটা ম্যাটার করে। তবে চাপ নিই না। কাজটা ভালো করলে ফলাফল তো ভালো হবেই।’
সাহেবদা প্রচণ্ড কো-অপোরেটিভ। লুক সেটে যখন গিয়েছিলাম ভেবেছিলাম এর সঙ্গে আমি কথা বলব কী করে! খুব রাগী মনে হয়েছিল। কিন্তু আসলে পুরো উলটো। সাহেবদা সবসময় ফাজলামি করে, ফ্লোর মাতিয়ে রাখে। আর কাজের ক্ষেত্রে আমাদের পরিচালক সুমনদার পাশাপাশি যদি সেটে আমার কোনও টিচার থাকꦑে সেটা সাহেবদা। কোনও শট বুঝতে না পারলে, বা কোনও সংলাপ কীভাবে বলব, কীভাবে করব সেই নিয়ে সাজেশন দেয়। আমি꧟ সত্যিই লাকি যে এইরকম সহ-অভিনেতা পেয়েছি'।
জগদ্ধাত্রীকে দেড় বছর পর স্লটহারা করেছে কথা। এই অসাধ্য সাধন করলেও প্রতিদ্বন্দ্বীকে কাছ থেকে চেনেন না সুস্মিতা। বললেন, ‘সত্যি বলতে বসে কোনও মেগাই আমার দেখা হয় না কথা বাদে। জগদ্ধাত্রীও দেখেনি, ফেসবুকে মাঝেমধ্যে যখন কোনও মেগার ক্লিপিং আসে ওইটুকুই দেখি। তব🐓ে টিভিতে দেখা হয় না।’
ইতিমধ্যেই সামনে এসেছে কথার নতুন ধামাকেদার প্রোমো। সেখানে দেখা গেল অভিভাবকহীন কথার ভাত-কাপড়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল অগ্নিভ। মামার মৃত্য়ুতে কান্নায় ভেঙে পꦺড়ে কথা, সেখানে হাজির AV, কথার মাথায় হাত রেখে সে শপথ নেয়, ‘একদি তোর ভাত-কাপড়ের দায়িত্ব নিতে আমি অস্বীকার করে ছিলাম, আজ থেকে তোর সব দায়িত্ব আমার’।