গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। সেদিন অনুষ্ঠান ঘিরে ছিল হইহই কাণ্ড। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সিনেমার দুনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিয়ার নামী তারকারা। গিয়েছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকেই। তবে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বলিউডের তিন সুপারস্টার 'খান'। শাহরুখ, সলমন, আমির কেউই ওইদিন অনুষ্ঠানের অতিথি তালিকায় ছিলেন না।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের মন্দির দর্শনের একটি ভিডিয়ো। যেখানে মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে সাদা ধুতি-পাঞ্জাবি পরে এক মন্দিরের ভিতরে দেখা গিয়েছে কিং খান শাহরুখ♒কে। তাঁদের সঙ্গে রয়েছেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। আর সেই ভিডিয়ো ভাইরাল করে কেউ কেউ দাব🍌ি করেছেন শাহরুখ নাকি রাতের অন্ধকারে চুপিচুপি অযোধ্যায় রামমন্দির দর্শনে গিয়েছিলেন। আর তাতেই অবাক হয়ে বহু নেটিজেন বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।
সত্য়িই কি শাহরুখ অযোধ্যা রামমন্দিরে গিয়েছিলেন?
আজ্ঞে নাহ। শাহরুখ জাননি। কিং খান শাহরুখের মন্দির দর্শনের এই ভিডিয়োটা বহু পুরনো। বেশকিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়েছ❀িলেন শাহরুখ। তাঁর সেই যাত্রায় তাঁদের সঙ্গী হয়েছিলেন মেয়ে সুহানা ও ম্য়ানেজার পূজা দাদলানি। পুরনো সেই ভিডিয়োই ভাইরাল করে কেউ বা কারা দাবি করেছেন, শাহরুখ গিয়েছিলেন অযোধ্যার রামমন্দিরে। আর এই ভুল প্রচারের বহু💯 লোকজন বিভ্রান্ত হচ্ছেন।
বহুবারই শাহরুখ𝔉ের বিভিন্ন মন্দির দর্শন নিয়ে কিছু কট্টরপন্থীরা প্রশ্ন তুলেছেন। তবে বরাবরই কিং খান শাহরুখ সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা রাখার কথা বলেছেন। অনুরাগীদের কাছেও সব ধর্মকে শ্রদ্ধা রাখার কথা বলেছেন ‘বাদশা’।
আর তাই শাহরুখ যেমন কখনও মক্কায় উমরাহ করতে পৌঁছেছেন। আবার বহুবার নিজের দেশের বহু মন্দির দর্শনে গিয়েছেন তিনি। নিজের সিনেমা মুক্তির আগে বহুবার পায়ে হেঁটে বৈষ্ণোদেবী দর্শনে যেতেও দেখা গিয়েছে কিং খানকে। চলতি বছরই ৩ বার বৈষ্ণোদেবী গিয়েছেন তিনি। সম্প্রতি গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরেও। তবে অযোধ্যায় তিনি যাননি। পুরনো ভিডিয়ো ছড়িয়ে কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় ভুল খ♑বর ছড🌺়াচ্ছেন।