সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কিনারা করতে সবরকম তথ্য যাচাই করে দেখছে মুম্বই পুলিশ।সোশ্যাল মিডিয়ায় সুশান্তের মৃত্যু নিয়ে একদিকে যেমন সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের ♚জোরালো দাবি তুলছেন তেমনই সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে নানা রকম প্রশ্নও সামনে রাখছেন তারা। দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্ট। যেখানে দেখা যাচ্ছে সুশান্তে আত্মহত্যার খবর উইকিপিডিয়ায় আপডেট হয়েছে ১৪ জুন সকাল ৮.৫৯ মিনিটে। উইকিপিডিয়ার এডিট হিস্ট্রি থেকে এই তথ্য ঘেঁটে বার করেছেন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। তাঁদের প্রশ্ন কীভাবে সুশান্তের মৃত্যুর আগেই উইকিপিডিয়ায় এই তথ্য আপডেট হল? কারণ ১৪ জুন,রবিবার দুপুর আড়াইটে নাগাদ সুশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। অন্যদিকে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,সকাল সাড়ে নটা নাগাদ জুসের গ্লাস নিয়ে ঘরের ভিতরে যান সুশান্ত। তাই পুলিশকে এই তথ্য খতিয়ে দেখবার দাবি জানায় সুশান্ত ভক্তরা।
সত্যি কি সুশান্তের মৃত্যুর কয়েক ঘন্টা আগেই উইকিপিডিয়ায় সেই তথ্য আপডেট করা হয়েছে? কোনরকম সিদ্ধান্তে পৌঁছানোর আগে খেয়াল রাখতে হবে𒆙 উইকিপিডি💞য়া একটি ওপেন সোর্স এনসাইক্লোপিডিয়া। যে কেউ এই পেজ এডিট করতে পারে। সুশান্তের মৃত্যুর খবর আপডেট করা হয়েছে যে আইপি লোকেশন থেকে তা হল-139.5.242.88,এটি নয়া দিল্লির আইপি। অর্থাত্ রাজধানী দিল্লি থেকে কেউ সেটি আপডেট করেছেন।
এক্ষেত্রে উল্লেখযোগ্য উইকিপিডিয়া আপডেট হয় ইউটিসি (UTC) টাইম অনুসারে। কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল সময় অনুযায়ী উইকিপিডিয়ার এডিট হিস্ট্রি নথিভুক্ত হয়। যা ভারতীয় (IST) সময়ের চেয়ে সাড়ে পাঁচ ঘন্টা পিছনে। অর্থাত্ সুশান্তের উইকিপিডিয়া পেজে তাঁর আত্মহত্যার খবর যোগ করা হয়েছে ১৪ই জু🦂ন ২০২০,দুপুর ২.২৯ মিনিটে। যা নিঃসন্দেহে সাংবাদমাধ্যমে সুশান্তের আত্মহত্যার খবর সামনে আসার পরের সময়। তাই সেক্ষেত্রে ক👍োনওরকম সন্দেহ বা গণ্ডোগোলের অবকাশ নেই।
সূত্রের খবর, মৃত্যুর আগে সুশান্ত গুগলে সকꦍাল ১০.১৫ নাগাদ নিজের নাম সার্চ করেন। ফোনের সার্চ হিস্ট্রি বলছে তিনি গুগলে ‘সুশান্ত 𝓀সিং রাজপুত’ টাইপ করেন। এবং ফোনের নিজের সম্পর্কে বেশ কিছু আর্টিকেল এবং নিউজ পড়েন।
সুশান্তের আত্মহত্যার তদন্তে নেমে ইতিমধ্যেই ২৮ জনকে বয়ান রেকর্ড করেছে পুলিশ। পরিবার,বন্ধু,♐সহকর্মী থেকে হাউজ স্টাফ সকলকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।অন্যদিকে সূত্রের খবর সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্টও নেগেটিভ এসেছে। অর্থাত্ অভিনেতার শরীরে কোন বিষ বা মাদক দꦺ্রব্যের উপস্থিতি মেলেনি।