আইনত মেয়ের বয়স ৯ বছর হলেই বিয়ে দিয়ে দেওয়া যাবে। ইরাক-এর সংসদে বিবাহ আইন সংশোধন করে এমনই প্রস্তাব আনা হয়েছে। 🍨যা নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের এই বিবাহ আইন নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ইরাকের এমন বিবাহ আইনের কথা জেনে কী বলছেন তিনি?
ইরাকের বিবাহ আইন নিয়ে ফাতিমার প্রতিক্রিয়া এটা 'ভয়াবহ'। ইরাকের বিবাহ আইন নিয়ে প্রকাশিত খবরের স্ক্রিনশট শেয়ার করে ফাতিমা লিখেছেন, ‘ইꦆরাকে মেয়েদের বিবাহের বৈধ বয়স ১৫ থেকে কমিয়ে ৯-এ🎃 আনা হয়েছে। এর অর্থ পেডোফিলিয়াকেই (পেডোফেলিয়া-শিশুদের প্রতি যৌন লালসা, যৌন নির্যাতন) বৈধ করার চেষ্টা চলছে।’
নিজের প❀োস্টের ক্যাপশানে ফাতিমা লিখেছেন, ‘পৃথিবীর কোনও প্রান্তে আজও এটার কোনও অর্থ হয়! ভয়াবহ’।
আরও পড়ুন-‘হাসিনার সম🦩য় নয়, ওঁর পদত্যাগের পর সেদিন গণহত্যা হয়েছে’, বি🌸ষ্ফোরক জ্যোতিকা জ্যোতি