দু্র্গাপুজো থেকে বিয়ে এখন সবেতেই এগিয়ে এসেছেন নারী পুরোহিতরা। পুরুষের আধিপত্যের এই ভাঙন নিসন্দেহে বাঙালি সম🌃াজে আশু পরিবর্তন। আর এবার শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন মহিলা পুরোহিতরা, তাও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। নন্দিনী ভৌমিক, রুমা রায়,পৌলমী চক্রবর্তী, সেমন্তী বন্দ্যোপাধ্যায় সম্পন্ন করলেন ‘গীতশ্রী’র শ্রদ্ধানুষ্ঠান। প্রচলিত প্রথা ভেঙে গানে গানে হল এইদিনের শ্রাদ্ধানুষ্ঠান।
খুব সাধারণ জীবনযাপন করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, তাঁর পারলৌকিক ক্রিয়াও যেন সাদামাটাভাবেই করা হয়, সেই ইচ্ছা পরিবারের কাছে🐭 আগেই প্রকাশ করে গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। লেক গার্ডেন্সের বাড়িতে শুক্রবার সম্পন্ন হল সুরস🅰াধিকার শ্রাদ্ধানুষ্ঠান।
মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করেন মেয়ে সৌমি সেনগুপ্ত। ‘দ্য ওয়াল’কে দেওয়া সাক্ষাত্কারে সৌমি দেবী জানিয়েছেন, তাঁর মায়ের এমন কোনও নির্দেশ ছিল না যে মহিলা পুরোহিতরা তাঁর শ্রাদ্ধ করবে। তবে তাঁর মা এবং সংগীত পরস্পরের পরিপূরণ, তাই গানের মধ্যে দিয়ে, পাঠের মধ্যে দিয়ে হোক সন্ধ্যা মুখোপাধ্যায়ের পারলৌকিক ক্রিয়া এমনটাই চেয়েছিলেন সৌমি। তিনি যোগ করেন, ‘চার মহিলা পুরোহিত যেভাবে শ্রাদ্ধানুষ্ঠানটি করলেন এক কথায় অনবদ্য, নন্দিনী দেবীরা 🍷যে সংস্কৃত মন্ত্র পাঠ করলেন সেগুলো বাংলা অনুবাদও শুনিয়ে দিলেন। খুব সুন্দর করে হোম করলেন। শান্তি পেয়েছি’।
এদিন ব্যস্🍃ততার কারণে হাজির থাকতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুষ্পস্তবক পাঠিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন সন্ধ্যাদিকে। শিল্পীর মেয়ের মুখেও এদিন মমতার নাম। বললেন, ‘মুখ্যমন্ত্রী মা-কে দিদির মতো ভালোবাসতেন। আজ আসতে পারেননি, তবে পুষ্পস্তবক পাঠিয়েছেন’। মমতার প্রতিনিধি হিসাবে এদিন হাজির ছিলেন ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, মালা রায়, দেবাশিস কুমাররা।
রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও এদিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ🧔্ধার্ঘ্য জানাতে পৌঁছেছিলেন সৈকত মিত্র, অরুন্ধতী হোমচৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যরা। 'সন্ধ্যামাসি'কে এদিন পুষ্পার্ঘ্য দিয়ে আসেন সুচিত্রা কন্যা মুনমুন সেন। সন্ধ্যা-অনুরাগীদের জন্য এদিন খোলা ছিল বাড়ির দরজা।