ফাইটার মুক্তি পেয়েছে যে দেখতে দেখতে ১৮ দিন হয়ে গেল। সারা সপ্তাহ ধরে যেমন তেমন চললেও, শনি, রবিবার আসতেই কিন্তু বাড়ছে এই ছবির আয়। দেখতে দেখতে প্রায় ২০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে এই ছবি। অন্যদিকে শাহিদ কাপুরের তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়াও কিন্তু রবিবার মোটের উপর ভালোই ব্যবসা কর𝄹েছে। ১১ ফেব্রুয়ারি কে কত কোটি ঘরে তুলল?
রবিবার ফাইটার ছবির আয়
রবিবার হৃতিক রোশন অভিনীত ফাইটার ছবিটি বক্স অফিসে ৪ কোটি 🦋টাকা আয় করেছিল। ফলে বর্তমানে এই ছবির আয় এখন গিয়ে দাঁড়িয়েছে ১৯৬.৯০ কোটি টাকায়। এমনটাই সচনিল্কের রি﷽পোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: 'টেলর মানে দর্জি?' স্পটিফাইয়ে অরিজিতকে ছাপিয়ে গেলেন টেলর সুইফ্ট, কটাক্ষ ক🧸রে কী বলছে নেটপাড়া?
প্রথম সপ্তাহে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং হৃতিক, দীপিকা অভিনীত এই ছবিটি ১৪৬.৫ কোটি টাকা আয় করে, দ্বিতীয় সপ্তাহে সেই ল👍ক্ষ্মীলাভের পরিমাণ কমে হয় ৪১ কোটি। তৃতীয় শুক্রবার এই ছবিটি বক্স অফিসে ১.৭৫ কোটি টাকা আয় করে মাত্র যা শꦍনিবার আসতে খানিক বেড়ে হয় ৩.৬৫ কোটি টাকা।
তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটির বক্স অফিস কালেকশন
শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটি গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। লাগাতার বাড়ছে এই ছবির আয়ের গ্রাফ। রবি😼বার বক্স অফিসে এটি ১০.৫০ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে প্রথম দিনে এটি ৬.৭ কোটি টাকা ঘরে তুলেছিল। দ্বিতীয় দিনে সেটা বেড়ে হয় ৯.৬৫ কোটি। ফলে তিনদিন পর এই ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৬.৮৫ কোটি টাকায়।
তবে ♚এবার হবে ছবির আসল পরীক্ষা। সোমবার আসতে বক্স অফিসে দুই ছবির কে কত ঘরে তোলে এখন সে𓄧টাই দেখবার।
ফাইটার প্রসঙ্গে
২৫ জানুয়ারি মুক্তি পেল ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন এই ছবির। এটি একটি এরিয়াল 🦋অ্যাকশন মুভি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ। গত বছরও একই দিনে মুক্তি পেয়েছিল✃ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান।
তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া ছবির প্রসঙ্গে
এই ছবিটি ৯ ফেব্রুয়ারি মুক্তি পেল ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগে। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন শাহিদ কাপুর, কৃতি শ্যানন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। ছবিটির প্রযোজনা করেছেন লক্ষ্෴মণ উটেকর, জ্যোতি দেশপাণ্🍰ডে, দীনেশ বিজন।