অরিজিৎ সিং আরজি কর কাণ্🦩ডের প্রতিবাদে গান বাঁধাꦜয় তাঁকে তুমুল কটাক্ষ করেন কুণাল ঘোষ। গানের উত্তরে পাল্টা গানও বাঁধেন তিনি। এবার একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে, সুর বদলে গায়কের প্রশংসা ফিরহাদ হাকিমের। কী বললেন তিনি?
আরও পড়ুন: 'থ্রেট🅷 কালচারের গালে জুতো...' অরিজিতের গান এবার প্রতিবাদীদের কণ্ঠে, সুরে সুরেই প্রশ্ন উঠল 'আর কবে'?
কী লিখেছেন ফিরহাদ হাকিম?
ফিরহাদ হাকিম এদিন যেন কুণাল ঘোষের তৈরি ক্ষততে যেন খানিকটা প্রলেপ লাগানোর চেষ্টা করলেন। কিছুদিন আগে যেভাবে পোস্ট করে ℱত𝓀িনি অরিজিৎকে কটাক্ষ করেন এবং তারপর গান বেঁধে সেটা দিয়ে আক্রমণ শানান গায়ককে তাতে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। এবার কুণালের একেবারে উল্টো সুর শোনা গেল ফিরহাদের পোস্টে।
এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত🐓 ছিল সেখানে অরিজিৎকে নিয়ে পোস্ট করেন ফিরহাদ। সেখানে কলকাতার মেয়র লেখেন, 'অরিজিৎ সিং বাংলার গর্ব।' তিনি এই পোস্ট করতেই সেখানেই তাঁকে আক্রমণ শানিয়েছেন 🍰নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'আপনি ভাগ্যিস লিখলেন। নয়তো জানতাম না।' আরেকজন লেখেন, 'এখন আর এসব লিখে কী হবে?'
কী লিখেছেন অরিজিৎ সিং?
অরিজিৎ সিং এদিন আরজি কর কাণ্ডের বিচার চেয়ে একটি গান লেখেন আর কবে বলে। সেটা দারুণ ভাইরাল হয়। সেই গানের কথাতেই তিনি প্রশ্ন তোলেন,𝔍 'এই ব্যথা আমার নয় শুধু একার / বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার / লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান / করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান / আজ উঠুক জেগে সুপ্ত চেতনা / অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা / আর কবে চোখে মেলে তাকাবে / আর কবে সমব্♒যথী হবে?'
কী লিখেছেন কুণাল ঘোষ?
অরিজিৎ সিং এই গান বাঁধলে কুণাল ঘোষ প্রথমে ত🧜াঁর একটি পোস্টে বিদ্রুপ শানান। সেখানে তিনি অরিজিতের উদ্দেশ্যে লেখেন, 'অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?' পরে তিনিও একটি গান বাঁধেন গায়কের গানের জবাবে। সেই গানের নাম অরিজিতের গানের মতোই রাখেন 'আর কবে?'