পশ্চিমব༺ঙ্গ প্রথমবারের জন্য তার কমিক চরিত্রদের দৌরাত্ম্য দেখবে। শহরে বসবে একমাস ব্যাপী এই এক্সিবিশন। সেখানে একদিকে যেমন ✨ক্রিয়েটিভিটি ধরা পড়বে, তেমনই আরেকদিকে থাকবে হাসি মজা।
কলকাতার কমিক চরিত্রদের নিয়ে এক্সিবিশন
সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছে কলকাতায়ꦚ একমাস ধরে চলবে একটি বিশেষ ধরনের আর্টের এক্সিবিশন। এ🗹ই এক্সিবিশনের মাধ্যমে বার্তা দেওয়া হবে ক্রিয়েটিভিটি এবং হিউমার নিয়ে। আর বিষয়টা কিছুই নয়। আমাদের সবার পছন্দের কমিকস।
এই ইভেন্টে বিষয়ে বিস্তারিত তথ্য
এই ইভেন্টে নাম দেওয়া হয়েছে কমিকস ইন বেঙ্গল। এটি এক ধরনের এক্সিবিশন যেখানে বাংলার🔥, বাঙালির অত্যন্ত কাছে, চেনা, পছন্দের কমিক চরিত্রদের তুলে ধরা হবে। উঠে আসবে ১৯২১ সাল থেকে বর্তমান সময়ের সমস্ত কমিক চরিত্রদের কথা।
এই অনুষ্ঠানটি কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে অনুষ্ঠিত হবে। এটির উদ্যোক্তারা হলেন কমিকস কালচার কালেকটিভ। জানা গিয়েছে এখানে বিভিন্ন কমিক চরিত্র স্রষ্টাদের শ্রদ্ধা জানানো হবে। এঁদের মধ্যে আছেন নারায়ন দেবনাথ, সুফি, প্রতুল বন্দ্যোপাধ্যায়, তুষার চট্টোপাধ্যায়, প্রফুল্ল চন♎্দ্র লাহিড়ি, ময়ূখ চৌধুরী, শৈল চক্রবর্তী, প্রমুখ। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এই অনুষ্ঠান। চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত♍। অর্থাৎ পাক্কা এক মাস ধরে চলবে এই এক্সিবিশন।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অসাধারণ। দারুন ব্যাপার হবে একটা।' আরেক ব্যক্তি লেখেন, 'সবই ভালো𒐪, তবে যদি ওঁরা (আয়োজকরা) সুপার কমান্ডো ধ্রুব, নাগরাজ, চাচা চৌধুরীকে না রাখেন তাহলে খারাপ হবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'গোটা রাজ্যটাই তো কমিকে পরিণত হয়েছে।'