কিছুদিন আগেই ঊষা উথুপ এবার🌼ের গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী গান ফ্লাওয♛়ার্সের কভার বানিয়েছিলেন। মাইলি সাইরাসের এই গানটি গেয়ে রীতিমত তাক লাগিয়ে দেন তিনি। বর্তমানে সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্ত এবং নেটিজেনদের থেকে দারুণ প্রশংসা পাচ্ছেন তিনি।
ফ্লাওয়ার্স গানটির কভার নিয়ে কী বললেন ঊষা উথুপ?
সম্প্🌃রতি হিন্দুস্তান টাইমসের মুখোমুখি হয়েছিল ঊষা উথুপ। তিনি এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন। পদ্মভূষণ সম্মান সম্মানিত হবেন তিনি। একই সঙ্গে তাঁর গাওয়া এই কভার গানটি দর্শকদের থেকে দারুণ সাড়া পাচ্ছে। সেই বিষয়ে তিনি জানান তিনি অন্তত কৃতজ্ঞ এই ভালোবাসা পেয়ে। তাঁর খুব ভালো লাগছে যে সকলে তাঁর গাওয়া এই গানটির 🐎নতুন ভার্সনের এত প্রশংসা করেছেন।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে বাংলাꦚর অনন্যার গানে শুনে সন্তুষ্ট নন জাভেদ আখতার! কেন বললেন, 'শিল্প আছে, কিন্তু...'
ঊষা উথুপ জানিয়েছেন তাঁর মেয়ে একদিন তাঁকে এই গানটি শোনান। সেটা শুনেই গানটির প্রেমে পড়ে যান এই বর্ষীয়ান গায়িকা। তিনি জানিয়েছেন এই 🎉গানটির কভার গেয়ে তিনি যে পরিমাণ ভালোবাসা পেয়েছেন তার জন্য তিনি ধন্য। বিশেষ করে ইনস্টাগ্রামে যেভাবে মানুষ প্রশংসা করেছেন তাঁর সেটা দেখে তাঁর খুব ভালো লেগেছে বলেও দাবি করেন।
তিনি জানান এক গানটি এক নতুন ধরনের ব্রেকআপ সং যা নারীদের স্বাবলম্বি হওয়ার কথা বা বার্তা দিচ্ছে। এই ৭৬ বছর বয়সী গায়িকা একই সঙ্গে জানান তিনি সকলের থেকে ভালোবাসা পেলেও তিনি মাইলি সাইরাসের থেকে প্রতিক্রিয়া পেতে চান। আশা করছেন তিনি𝕴ও কখনও এই গানটি শুনবেন এবং মতামত জানাবেন। একই সঙ্গে বলেন তিনি আগামীতে গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী গায়িকার সঙ্গে কাজ করতে চান।
কোন বাঙালিরা পদ্মভূষণ পাচ্ছেন এবার?
এবার বাংলা থেকে তিনজন পদ্মভূষণ পাচ্ছেন তাঁদের কাজের জন্য। তবে এঁদের মধ্যে একজন ইতিমধ্যেই প্রয়াত হচ্ছেন। তিনি তাঁর মৃত্যুর পর এই পুরস্কার পꦇাচ্ছেন। মিঠুন চক্রবর্তী তাঁর অভিনয় এবং অভিনয় জগতে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া গানের জন্য একই পুরস্কার তো পাচ্ছেনই ঊষা উত্থুপ। পাবলিক অ্যাফেয়ারের জন্য এই পুরস্কার পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছ🅺েন।