জি বাংলার সারেগামাপা-র মঞ্চ তাঁকে দিয়েছে পরিচিত। এই মুহূর্তে জাতীয় মঞ্চ কাঁপাচ্ছেন কালিম্পং-এর ছেলে অ্যালবার্ট কাবো। সাধারণ টুরিস্ট গাইড থেকে আজ গোটা দেশের হার্টথ্রব তিনি। রবিবার শেষ হবে জি টিভির সারেগামাপা-র জার্নি। আট মাসের শিশুকন্যার মৃত্যুশোক বুকে চেপে শুরু হয়েছিল অ্যালবার্টের সারেগামাপা হিন্দির সফর। ট্রফির অন্যতম দাবিদার কাবো। আরও পড়ুন-বাংলার ๊মানুষের মুখে কাবোর জয়জয়কার, পিছিয়ে নেই স্নেহা, রণিতা, সোনিয়ারাও! কখন হবে সারেগামাপা-র ফাইনাল?
গ্র্যান্ড ফিনালে উইকএন্ডে সারেগামাপা-র মঞ্চে হাজির ‘স্যাম বাহাদুর’ ভিকি কৌশল ও তাঁর দুই লিডিং লেডি সানি🍷য়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ। এদিন ভিকি কাবোর উদ্দেশে সটান বলে বসেন, ‘আজকের থিম ইন্ডিয়ার ফরমাইশ। ফরমাশ করার এই সুযোগ আমিও হাতছাড়া করতে চাই না, আমি জানি তুমি রোম্যান্টিক গান দুর্দান্ত গাও।’ এরপর ভিকি নিজের ছবি ‘জরা হটকে জারা বাঁচকে’র ‘ফির অউর ক্যায়া চাহিয়ে’ গাওয়ার অনুরোধ করেন। কাবোর পারফরম্যান্সে সকলেই মন্ত্রমুগ্ধ। ভিকি জানান, ‘চাইছিলাম তোমার গানটা যেন না থামে, তুমি গাইতেই থাকো।’ তবে সবচেয়ে বড় মন্তব্যটি এল বিচারক অনু মালিকের তরফে।
অনু মালিক বলেন, ‘অরিজিতের পর যদি এই গানটা কেউ ভালো গেয়ে 𓆉থাকে, সেটা তুমি আজ গাইলে। ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে তোমার উপর। তুমি সারেগামাপা-র বিজেতা হতে পারো নিশ্চিতভাবেꦇ’।
গত জুলাই মাসে আট মাসের শিশুকন্যাকে হারান কাবো ও তাঁর স্ত্রী পূজা ছেত্রী। বাংলা সারেগামাপা-র মঞ্চে যে মেয়েকে দুনিয়ার সামনে এনেছিলেন কাবো, মাত্র কয়েক মাসে൩র ব্যাবধানে সবটা বদলে যাবে তা দুঃস্বপ্নেও আশা করেননি গায়ক। মেয়ের মৃত্যুর পর অবসাদ ঘিরে ধরেছিল কাবোকে। এভিলিনের মৃত্যুতে শোকে পাথর হয়েছিলেন। কিন্তু চলার নামই জীবন। তাই সেই শোক বুকে চেপে মায়ানগরীতে নতুন লড়াই শুরু করেন কাবো। সেই লড়াইয়ে সারাক্ষণ তাঁকে আগলে থেকেছেন স্ত্রী পূজা ছেত্রী।
এই সিজনে সারেগামাপার ফাইনালে পাঁচ প্রতিযোগির মধ্যে বাংলার প্রতিনিধির সংখ্যা চারজন। আর নারী প্রধান ফিনালের একমাত্র পুরুষ প্রতিযোগী কাবো। টপ ৫-এ কাবো ছাড়াও রয়েছেন রণিতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গেজমের,স্নেহা ভট্টাচার্য এবং নিষ্ঠা শর্মা। পদ্ম পলাশের কাছে হেরে বাংলা সারেগামাপা-র ট্রফি হাতছাড়া হয়েছিল কাবোর, এবার কি ভাগ্য বদলাবে তা🃏ঁর? জয়ের হাসি তিনি হাসবেন কিনা তা স্পষ্ট হবে রবিবার রাতে।