একাধিক জায়গা থেকে গুজরাতি ভাষায় তৈরি সিনেমা ‘ছেল্লো শো’ বন্ধর ডাক উঠেছে। আরআরআর বা কাশ্মীর ফাইলসের মতো সিনেমার ভক্তরা তো মানতেই পারছে না তাঁদের পছন্দকে ভারত থেকে অস্কারের দৌড়ে সামিল করা হয়নি। এবার Federation of Western India Cine Employees (FWICE)-ও কথা বলল ‘ছেল্লো শো’র বিরুদ্ধে𝕴। তাঁদের দাবি এটি ভারতীয় সিনেমাই নয়।
‘ছেল্লো শো’-র ইংরেজি ভার্সনের নাম ‘Last Film Show’। পরিচালনায় পাল নলিন। FWICE-র দাবি এটি একটᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚি বিদেশি সিনেমা। তাই ভারত থেকে এটিকে আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগে পাঠানো যেতেই পারে না।
FWICE-র প্রেসিডেন্ট বিএন তিওয়ারি জানিয়েছেন, ‘এটা ভারতীয় সিনেমাই নয়। আর সেদিক থেকে দেখতে গেলে এই বাছাই ভুল হয়েছে। আরআরআর, কাশ্মীর ফাইলসের মতো একাধিক ছব𒈔ি রয়েছে, আর জুরি কি না বেছে নিল এক💞টা বিদেশি ছবিকে, যা কিনে নেয় সিদ্ধার্থ রায় কাপুর।’
তিওয়ারি আরও বলেন, ‘‘আবার বাছাই হওয়া উচিত, বর্তমান জুরিদের ভেঙে দিয়ে। এদের মধ্যে প্রায় সবাই বহু বছর ধরে আছে, কেউ কে﷽উ তো আবার সিনেমা না দেখেই ভোট দিয়ে দিচ্ছে। ‘লাস্ট🧸 ফিল্ম শো’ যদি পাঠানো হয়, তবে এই সিনেমা ভারতের ভাবমূর্তি ক্ষুন্ন করবে, বাইরে এই দেশকে দেখা হয় সবথেকে বেশি সিনেমা বানানো দেশ হিসেবে।’’ FWICE-র তরফে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে অভিযোগ করা হবে বলেও জানানো হয়েছে।
দিনকয়েক আগেই অস্কার সিলেকশন কমিটির মাথা পরিচালক ও অভিনেতা টিএস নাগভর্ণা এই প্রসঙ্গে জানান, ‘ওরা কি বলতে চাইছে একটা ছবি কত ব্যবসা করছে, বিনোদন মাত্রা কী আছে বা কত মানুষ সিনেমাটাকে চেনে সেই হিসেবে বাছাই হবে। কারা এরা? আমিও একজন ভারতীয়। গল্প এক্ষেত্রে প্রাধান্য পায়, নাকি কত আয় করল বা কত মানুষ দেখেছে। ౠসিনেমাটার তোমার হৃদয় ছুঁয়ে যাওয়া দরকারি।’