Gaatchora Latest Episode: ডি-এর ফাঁদে পা দিয়ে কোন বিপদে পড়বে খড়ি? জেনে নিন 'গাঁটছড়া'য় কী ঘটবে
1 মিনিটে পড়ুন Updated: 16 Oct 2022, 03:28 PM ISTজেঠুর মৃত্♛যুর তদন্ত নতুন করে শুরু করানোর 🅺সিদ্ধান্ত নেয় খড়ি। পুলিশেরও সাহায্য চায় সে।
জেঠুর মৃত্♛যুর তদন্ত নতুন করে শুরু করানোর 🅺সিদ্ধান্ত নেয় খড়ি। পুলিশেরও সাহায্য চায় সে।
সিংহ রায় পর🐎িবারের আনন্দ যেন ক্ষণস্থায়ী। ভাঙা পরিবার জোড়া লেগেছে সবে। মান-অভিমান ভুলে আনন্দে মেতে উঠেছে সকলে। কিন্তু তার মাঝেই ন🌜তুন বিপদের আভাস।
আপাতত ভট্টাচার্য বাড়ির অতিথি সিংহ রায়𒐪 পরিবার। দুর্গাপুজোর চারটে দিন মিলেমিশে কাটাচ্ছে তারা। আর তারই মধ্যে একের পর এক চাল চালছে ডি। সিংহ রায় পরিবারে ভাঙন ধরাতে চাইছে সে। সেই উদ্দেশ্য নিয়েই খড়িকে উড়ো চিঠি পাঠিয়েছে সে। সেখানে লেখা, খড়ির জেঠুর মৃত্যুর জন্য দায়ী তারই কাছে কেউ। যাকে সে খুব ভরসা করে।
এর পরেই জেঠুর মৃত্যুর তদন্ত নতুন করে শুরু করানোর সিদ্ধান্ত নেয় খড়ি। পুলিশেরও সাহায্য চায় সে। ইতিমধ্যেই তদন্তের সেই পুরনো ফাইল খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু এ বিষয়ে এখনই ঋদ্ধিকে কিছু না জানানোর নির্দেশ দেওয়া হয়েছে খড়িকে। কিন্তু এই নির্দেশের নেপথ্যের কারণ এখনও তার কাছে স্পষ্ট নয়।(আরও পড়ুন: খড়িকে চিঠি পাঠাল ডি! টিআরপি বাড়িয়ে তুলতেই 'গাঁটছড়া'য় বড়সড় মোড়?)
অন্য দিকে, নিজেকে একটু একটু করে শুধরে নিচ্ছে রাহুল। পরিবার এবং দ্যুতির কাছে আসার চেষ্টায় কোনও ত্রুটি রাখছে না। কিয়ারাকেও নিজের ভুল শুধরে নেওয়ার উপদেশ দেয় সে। কিন্তু আদৌ কি নিজেকে গুছিয়ে নিতে প♛ারবে রাহুল? নাকি নতুন করে জীবন শুরু করার ꧃আগেই অতীতের কোনও ভুল তছনছ করে দেবে সব কিছু? এখন সেটাই দেখার।