সানি দেওল, আমিশা পাটেলের ‘গদর ২’ ভেঙে দিচ্ছে একের পর♐ এক রেকর্ড। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর: এক পও্রেম কথা’-র সিক্যুয়েল এই সিনেমা। সেই সময়ও বক্স অফিসে রেকর্ড করেছিল গদর। একই দিনে মুক্তি পাওয়া আমির খানের ‘লগন’-কে আয়ের হিসেবে অনেক পিছনে ফেলে দিয়েছিল। একই খেল দেখাল ‘গদর ২’-ও। ১৯ নম্বর দিনে এসেও রাজত্ব করে চলল বক্স অফিসে। তৃতীয় মঙ্গলবারে ছবির আয় ৫.১০ কোটি।
অনিল শর্মা পরিচালিত এই ছবিতে তারা সিং-এর চরিত্রে দেখা মিলেছে সানি দেওলের। আর সাকিনার চরিত্রে আমিশা। প্রথম পার্টে ছিল দেশভাগের প্রেক্ষপট। যখন বউ সাকিনাকে ফিরিয়ে পাকিস্তানে ঢুকেছিল তারা। আর এবারের পার্টে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপট। তারা পাকিস্তানে যায় ছেলে জিতে-কে ফিরিয়ে আনতে। আরও পড়ুন: ঐন্দ্রিলা চলে যাওয়ার পর প্রথম রাখি! 🍸‘বোনু দিন দিন সব আরও কঠিন হচ্ছে’, লিখল দিদি
তৃতীয় সপ্তাহে এসেও বক্স অফিসে কামাল করছে সানি দেওল আর আমিশা পাটেলের সিনেমা🥃। তৃতীয় শুক্রবারে আয় ছিল ৭.১ কোট🃏ি, শনিবারে ১৩.৭৫ কোটি, রবিবার ১৬.১ কোটি, সোমবার ৪.৬০ কোটি, মঙ্গলবার ৫.১০ কোটি। অর্থাৎ তৃতীয় সপ্তাহে এখনও পর্যন্ত গদর ২-এর আয় ৪৬৫.৬৫ কোটি।
প্রথম ও দ্বিতীয় সপ্তাহে গদর ২-এর আয় ছিল ২৮৪.৬৩ কোটি ও ১৩৪.৪৭ কোটি। আর সব মিলিয়ে ভারতের বাজারে ছবির আয় বর্তমানে ৪৬৫.৭৫ কোটি। আশা করা যাচ্ছে আগামী শুক্র-শনি-রবিবারের আয় মিলিয়ে গদর ২ ঢুকে যাবে ৫০০ কোটির ঘরে। আরও পড়ুন: প্রেমিক ঠকালে কী করবে সুহানা? ꧟অবাক করল 𓂃শাহরুখ-কন্যার জবাব