প্রযুক্তির অন্যতম আবিষ্𝐆কার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মস্তিষ্কের মতো করে কাজ করে। চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত। কিন্তু একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার 🦩ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
সারাবিশ্বের নেট দুনিয়ায় কতই না কৌশল আর দুর্দান্ত কাজের সমাধান লুকিয়ে আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে ছড়াচ্ছে সম্ভাবনার হাজারো পারদ। সম্প্রতি গোটা বিশ্ব জুড়েই কাজের দুনিয়ায় ভাগ বসিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার AI-এর সাহায্যে গেম অফ থ্রোনস-এর চরিত্রদের কল্পনা করা হয়েছে বলিউড তারকাদের নিয়ে। আরও পড়ুন: ‘মেড ইন হেভেন ২’-এর প্রিমিয়ারে তারকাদের ছড়াছড়ি, কে কেমন সে𒅌জে এসেছিলেন
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ডেনেরিস টারগারিয়েনের ভূমিকায় এমিলিয়া ক্লার্কের পরিবর্তে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে কল্পনা করা হয়েছে। আদিত্য রায় কাপুরকে নিকোলাজ কোস্টার ওয়াল্ডউ-এর জেইম ল্যানিস্টারের চরিত্রে দেখা যꦡাচ্ছে। কিট হারিংটনের জায়গায় এসেছেন রণবীর সিং।
অভিনেত্রী আলিয়া ভাট আর্য স্টার্কের চরিত্রে পুরোপুরি ফিট, আসলে এই চরিত্রে অ♛ভিনয় করেছেন মেসি উইলিয়ামস। ভিডিয়োটির এআই সংস্করণে কিয়ারা আডবানিকে সোফি টার্নারের সানসা স্টার্কের চরিত্রে দেখানো হয়েছে। টাবু লেনা হেডির সের্সি ল্যানিস্টারের চরিত্রে রয়েছেন।
গত এক দশকে ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় শো নিঃসন্দেহে ‘গেম অব থ্রোনস’। শেষ হয়ে যাওয়ার পরেও এই শো নিয়ে চর্চা থামেনি। 'গেম অফ থ্রোনসꦐ' জর্জ আর. আর. এ গান অফ আইস অ্যান্ড ফায়ার হল মার্টিনের একটি সিরিজের ফ্যান্🅰টাসি উপন্যাসের একটি রূপান্তর, যার মধ্যে প্রথমটি গেম অফ থ্রোনস। শোয়ের শ্যুটিং হয়েছে ব্রিটেন, কানাডা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, মাল্টা, মরক্কো এবং স্পেনে। ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার হয়েছিল এবং ২০১৯ সালের মে মাসে শেষ হয়েছিল, আটটি সিজনে ৭৩টি পর্ব সম্প্রচারিত হয়েছিল।