নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMAAC)-এর উদ্বোধনের প্রথম দিনে প্রিয়াঙ্কা চোপড়াকে পরিচালক করণ জোহরকে জড়িয়ে ধরতে দেখা যাꦜয়। যা নিয়ে নেটপাড়া কম কটাক্ষ করেনি। দ্বিতীয় দিনে, মঞ্চে ‘দিল ধড়ক নে দো’-র গানে পারফর্ম করেন তিনি। রণবীর সিং নাচের ফাঁকে চুমুও খান প্রিয়াঙ্কাকে।
ইভেন্টের একটি ভিডিয়ো সাংবাদিক ডেরেক ব্লাসবার্গ শেয়ার করেছিলেন। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) রণবীর সিং (Ranveer Singh)য়ের সঙ্গ🌟ে গল্লা গুডিয়ান-তে নাচ করছেন এবং গৌরী (Gauri Khan) তাঁর বন্ধুদের সঙ্গে মঞ্চের চারপাশে দর্শকের সঙ্গে নাচছেন। সেখানে শাহরুখ-পত্নী ছাড়াও ছিলেন তাঁর বন্ধু ভাবনা পাণ্ডে এবং নীলম কোঠারি সোনি। তাঁদের নাচের ফাঁকে প্রিয়াঙ্কা এবং রণবীরের দিকে বারবার তাকাতেও দেখা যায়।
ড্যাক্স শেফার্ডের পডকাস্ট আর্মচেয়ার এক্সপার্টে সম্প্রতি প্রিয়াঙ্কার দেওয়া একটি সাক্ষাৎকার আগুনের মতো ভাইরাল হয়েছে। যেখানে তিনি সাফ জানিয়েছেন, একসময় তাঁকে বলিউডে একঘরে করার চেষ্টা চালানো হয়েছিল। আর সেই কারণেই হলিউডে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপরই ২০১২ সালে গৌরী-প্রিয়াঙ্কা-করণের মধ্যে দ্বন্দ্বের বিষয়টা পুনরুত্থান হয়। যদি🌊ও পডকাস্টে কারও নাম নেননি প্রিয়াঙ্কা। শুধু বলেছিলেন বলিউডের অভ্যন্তরীন রাজনীতিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।
২০১২ সালের দিকে𒈔 গৌরির স্বামী শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের গুজব রটেছিল। প্রিয়াঙ্কার এক বন্ধু সাক্ষাৎকারে জানিয়েছিলেন কীভাবে এক পার্টিতে গৌরী এবং তাঁর বন্ধুদের সঙ্গে মিলে করণ জোহর বুলি করেছিলেন প্রিয়াঙ্কাকে। যদিও পরে টুইট করে এই অভিযোগের বিরোধিতা করেন করণ জোহর। শুক্রবার, প্রিয়াঙ্কাকে আম্বানিদের এই🉐 অনুষ্ঠানে করণকে জড়িয়ে ধরতে এবং হাসাহাসি করতেও দেখা যায়।
শনিবার মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনের দ্বিতীয় দিনে📖 বেশ কিছু বলিউౠড এবং হলিউড সেলিব্রিটি উপস্থিতি ছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া এদিন হাই স্লিট স্কার্ট এবং ঝলমলে টিউব এনসেম্বলে। নিক জোনাস পরে এসেছিলেন ক্লাসিক কালো স্যুট।
গৌ🐠রী পরেছিলেন একটি সাদা শাড়ি। রেড কার্পেটে তাঁকে ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানা খানের সঙ্গে দেখা গিয়েছিল। দ্বিতীয় দিন NMAAC-এর মঞ্চে পারফর্ম করেন কিং খানও পাঠান সিনেমার ঝুমে জো পাঠান গানে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )