প্রায় হেরে যাওয়া একটা ম্যাচ এভাবেও জিতে যায় সেটাই যেন আবারও দেখিয়ে দিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে যে কেবল নিজ🌠ের দলকে তিনি জেতালেন সেটাই নয় সেমি ফাইনালেও দলের জায়গা পাকা করলেন। এদিন জেতার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৯৩ রান। এর মধ্যে ২০১ রান করেছেন ম্যাক্সওয়েল নিজেই। তাঁর এই দুর্দান্ত ইনিংসের সাক্ষী থাকার পর গোটা পৃথিবী তাঁর প্রসংশা করছেন। পায়ে ওভাবে চোট পাওয়ার পর, ঠিকভাবে দাঁড়াতে না পারার পরও যে তিনি হাল ছাড়েননি সেটাই মুগ্ধ করেছে সকলকে। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি সহ সকলেই তাঁর প্রসংশা করেছেন। বাদ গেলেন না তাঁর স্ত্রী ভিনি রমনও।
গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে কী লিখলেন তাঁর স্ত্রী?
অস্ট্রেলিয়া যখন ম্যাচে মাত্র ৮.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে ৪৯ রানে আটকে তখন ম্যাক্সওয়েল মাঠে নামেন। এদিন ১২৮ বলে ২০১ রান করে💯ন তিনি। চোটের কারণে তিনি এদিন ঠিক ভাবে পা পর্যন্ত নাড়াতে পারছিলেন না তবুও এক জায়গায় দাঁড়িয়ে পরপর শট খেলে যান। স্বামীর এই দুর্দান্ত ইনিংস মাঠে বসে চাক্ষুষ করেন তাঁর স্ত্রী।
আরও পড়ুন: হাতে ফোনের টর্চ, গলায় বন্💙দে মাতরম, ভারত দক্ষিণ আফ্র൲িকার ম্যাচে ইডেন ভাসল রহমানের সুরে
আরও পড়ুন: 'ভারত তো🌟 কাꦺলো জাদু করে জিতছে...', পাকিস্তানি টিমের নজর লেগেছে, দাবি পাক অভিনেত্রীর
এদিন গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রমন ওয়াংখেড়ে স্টেডিয়ামের ছবি দিয়ে লেখেন ২০১। পাশে লেখা ১০০ কেটে ২০১ করে দে🔯ন। সঙ্গে লেখেন, 'সমস্ত ইমোশন যেন এখানেই।' সঙ্গে একাধিক অনুভূতির ইমোজ🃏ি পোস্ট করেছেন ভিনি।
প্রসঙ্গত ভিনি আদতে একজন ভারতীয়। গত বছর তাঁদের বিয়ে হয়েছে। আইপিএল চলাকালীন ২০২২ সালে চেন্নাইতে বিয়ে হয় তাঁদের। সদ্যই তা🍸ঁদের একটি সন্তান হয়েছে। এবারের বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করে তিনি সেটা তাঁর নবজাতককে উৎসর্গ করেন।
এই বিষয়ে একটি তথ্য দিয়ে রাখা ভালো গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার যিনি ODI -তে ২০০ রান করলেন। এদিন তিনি ২১টি চার এবং ১০ টা ছক্কাও 🅺মারেন। এর আগের দিন তিনি ৪০ বলে ১০০ করে দ্রুততম সেঞ্চুরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন।