🐻 যার শুরু আছে, তার শেষও থাকবে। সিরিয়ালের অভিনেতারা জানেন প্রথম থেকেই এটা। তবে মেনে নিতে কষ্ট তো হয়ই। দিনের ১৭-১৮ ঘণ্টা, সপ্তাহের ৬-৭দিন সেটে কাটানোর পর সেটাই যেন বাড়ি হয়ে যায়। আর সেটের মানুষগুলো বড়ই কাছের। গৌধূলি আলাপের শ্যুটিংয়ের শেষ দিনে কেঁদে ভাসিয়েছিলেন অভিনেত্রী সোমু সরকার। এটাই সোমুর প্রথম কাজ। তাই হয়তো ভালোবাসা আর টানটাও আর সবার থেকে বেশি ছিল। শ্যুটিং শেষ হয়েছে দিন দুয়েক আগে। এখনও মনখারাপ লেগে আছে নায়িকা 'নোলক'-এর গলায়।
💃৪ জুন শেষবারের মতো স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে ‘গোধূলি আলাপ’। ৫ জুন থেকে সেই জায়গায় সম্প্রচার হবে গাঁটছড়া। আর গাঁটছড়ার জায়গা নিয়েছে নতুন আসা সিরিয়াল তুঁতে। প্রথমে শোনা গিয়েছিল দুপুরের স্লটে পাঠানো হবে এটিকে। তবে শেষমেশ সেই জল্পনাও মিথ্যে প্রমাণিত হয়। সেই সময় কৌশিক সেন সংবাদমাধ্যমকে জানান, ‘অরিন্দম-নোলকের অসমবয়সি প্রেম কখনোই টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করতে পারেনি। কিন্তু হটস্টারে জনপ্রিয় ছিল। শ্যুটের সময়টা ভালো কেটেছে। এই জন্য প্রযোজকের কাছে আমি কৃতজ্ঞ।’
💜শেষ চারদিন এক ঘন্টার মহাপর্ব সম্প্রচারিত হবে ‘গোধূলি আলাপ’-এর। যার মধ্যে প্রথম দিনের অর্থাৎ ১ জুনের এপিসোড দেখানো হয়ে গিয়েছে বৃহস্পতিবার। শুক্র-শনি-রবিবারেও থাকছে ১ ঘণ্টার মহা এপিসোড।
😼সেট থেকে সঙ্গে করে কী নিয়ে এলেন প্রশ্নে পর্দার নোলক এবিপি-কে জানালেন, একদম প্রথমে প্রোমোতে নোলক যে মুখোশটা পরেছিল সেটা তিনি সঙ্গে করে নিয়ে আসেন। আর সঙ্গে এনেছেন গলার হার, নথ আর পায়ের তোড়া। অভিনেত্রী জানান, ‘ধারাবাহিকের গল্পের সৌজন্যে যখন আমার পোশাক বদলে গেল, তখন আর এগুলো পরতাম না। তবে শেষদিন শ্যুটিংয়ে আমি অনুমতি নিয়েছিলাম পায়ের তোড়াটা পরার। ওই জিনিসগুলো ভীষণ আবেগের আমার কাছে।’
🔜রাজ চক্রবর্তী প্রোডাকশনের এই সিরিয়াল প্রথম থেকেই চর্চায়। অসমবয়সের প্রেম টিআরপি তালিকায় সেভাবে ছাপ না ফেললেও অনলাইনে খুব জনপ্রিয় ছিল। হঠাৎ বন্ধ হওয়ার খবরে রেগেই যায় অনুরাগীরা চ্যানেলের উপর। সোমুর কান্নার ভিডিয়ো মনখারাপ করেছিল অনেকেরই। অনেকেরই মন গাঁটছড়ার গল্পের কোনও জোড় নেই। সে অর্থে ওটিকেই বন্ধ করা উচিত। বিশেষ করে ঋদ্ধির মেয়ের বয়সী বিন্দিকে বিয়ে করা যেন আরও ক্ষোভ বাড়িয়ে তুলেছে। স্টার জলসার এমন সিদ্ধান্ত নিয়ে স্বভাবতই উঠছে প্রশ্ন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )