🎐 রবিবার, ৭ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হল গোল্ডেন গ্লোবস ২০২৪। এবারের এই পুরস্কার পেল ওপেনহাইমার, বার্বি, পুওর থিংস, অ্যানাটমি অব ফল, ইত্যাদির মতো ছবিগুলো।
﷽এবারের ২০২৪ এর গোল্ডেন গ্লোবস পুরস্কার পেল ওপেনহেইমার। এটি সেরা মোশন পিকচার খেতাব পেয়েছে। অন্যদিকে এই ছবির জন্যই সেরা পরিচালকের খেতাব জয় ক্রিস্টোফার নোলানের। পুওর থিংস ছবিটিও সেরা মোশন পিকচারের বিভাগে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড পেয়েছে। নন ইংলিশ মোশন পিকচারের বিভাগে পুরস্কার পেয়েছে অ্যানাটমি অব ফল ছবিটি। অ্যানিমেটেড ছবির বিভাগে সেরার খেতাব জয় দ্য বয় অ্যান্ড দ্য হেরন -এর।
আরও পড়ুন: ꦦটুইস্টে ভরপুর আইনি লড়াইয়ে মুখোমুখি মিমি-টোটা, দুর্ধর্ষ অভিনয়ের কোর্টরুম ড্রামা মনে থাকবে বহুদিন
෴এবারের গোল্ডেন গ্লোবসে সেরা টিভি সিরিজের খেতাব পেল দ্য বিয়ার। অন্যদিকে সেরা ড্রামা সিরিজের খেতাব জয় সাকসেশনের। লিলি গ্ল্যাডস্টোন, পল গিয়ামাত্তি, এমা স্টোন, রবার্ট ডাউনি জুনিয়র, জেরেমি অ্যালেন হোয়াইট, আলি ওং, প্রমুখরা অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবস পুরস্কার পেয়েছেন।
🐻বার্বি ছবিটি সেরা সিনেমাটিক এবং বক্স অফিস অ্যাচিভমেন্টের অন্য গোল্ডেন গ্লোবস পেয়েছে। বিলি এইলিস ও কনেল এবং ফিনিয়াস ও কনেল সেরা গান বিভাগে পুরস্কার পেয়েছেন। এবারের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জো কয়।
আরও পড়ুন: ꧑শুধু ১২ ফেল নয়, এই সিনেমাগুলিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও মন জিতেছে ওটিটিতে
এক ঝলকে বিজয়ীরা
সেরা মোশন পিকচার (ড্রামা): ওপেনহাইমার।
বেস্ট মোশন পিকচার (মিউসিক্যাল/কমেডি); পুওর থিংস।
🐟বেস্ট মোশন পিকচার (অ্যানিমেটেড): দ্য বয় অ্যান্ড দ্য হেরোন।
সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: বার্বি।
বেস্ট মোশন পিকচার (নন ইংলিশ): অ্যানাটমি অব ফল।
সেরা অভিনেতা (ড্রামা): সিলিয়ান মরফি।
সেরা অভিনেত্রী (ড্রামা): লিলি গ্ল্যাডস্টোন।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): এমা স্টোন।
꧑সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): রবার্ট ডাউনি জুনিয়র।
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান।
সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব ফল।
🐓সেরা অরিজিন্যাল গান: হোয়াট ওয়াজ আই মেড ফর- বার্বি।
🥃সেরা অরিজিন্যাল স্কোর: লুডউইগ গোরানসন- ওপেনহাইমার।