রাজস্থ🧸ানের উপয়পুরের তাজে অনুষ্ঠিত হবে ইরা খান এবং নূপুর শিখরের বিয়ের অনুষ্ঠান। ৭ থেকে ১০ জানুয়ারির মধ্যে আমির কন্যার বিয়ের সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হব𝔍ে। তবে এই বিশেষ দিনের কখন কী হবে সেটা এবার নিজেই ভাগ করে নিলেন কনে। আইনি বিয়ের পর নিয়ম রীতি মেনে বিয়ের ক্ষেত্রে কখন কোন অনুষ্ঠান হবে চলুন দেখে নেওয়া যাক।
ইরা নূপুরের বিয়ের বিস্তারিত তথ্য
ইরা নূপুরের বিয়ের কার্ডের উপর I এবং N অক্ষর দুটো দেখা যাচ্ছে যা ইরা এবং নূপুরের অদ্যক্ষর। গত ৭ জানুয়ারি থেকে উদয়পুরে তাঁদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ইরা নূপুরের বিয়ের তথ্যসূচী অনুযায়ী ৭ জানুয়ারি অতিথিদের জন্য ওয়েলকাম টি এবং ডিনারের ব্যবস্থা করা হয়েছি♔ল।
আরও পড়ুন: সিদ্ধার্থের ২০২৪ জমে 🐭ক্ষীর! এবার মেঘনা গুলজারের ছবিতে দেখা যাব🌳ে অভিনেতাকে?
এরপর ৮ জানুয়ারি সকালে ব্রেকফাস্টের পটভবে মেহেন্দি ব্রাঞ্চ, হাই টি, ডিনার এবং পাজামা পার্টি। ৯ জানুয়া✤রি হবে ব্রেকফাস্ট, হাই টি এবং সঙ্গীত। পরিশেষে ১০ জানুয়ারির দুপুরে ময়ূর বাগে অনুষ্ঠিত হবে নিকাহ। এদিন রাতের নৈশভোজ দিয়ে শেষ হবে ইরা এবং নূপুরের বিয়ের অনুষ্ঠান।
নূপুরের সঙ্গে ইরার ভিডিয়ো
সম্প্রতি ইরা নূপুরের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তিনি লেখেন, 'আমি কী ব﷽লতে চাইছি তুমি বুঝতে পেরেছ তো? আমরা কিন্তু ফ্যান্সি লোকজন।' ভিডিয়োতে ইরার পাশে নূপুরকে একটা লেদার জ্যাকেট, জিন্স এবং টুপি পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
মেয়ের বিয়েতে আমির খান
মেয়ের বিꦕয়েত ইতিমধ্যে আমির খান এসে উপস্থিত হয়েছꦑেন উদয়পুরে। মুম্বইয়ের আইনি বিয়ের দিনও মেয়ের পাশে ছিলেন আমির। তাঁর জন্য নিজের হাতে গয়না বেছে এনেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। ইরা এবং নূপুরের আইনি বিয়ের দিন আমিরের পাশাপাশি তাঁর দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওকে দেখা গিয়েছিল।
ইরা এবং নূপুরের প্রসঙ্গে
ইরা এবং নূপুর ২০২০ সাল থেকে একে অন্যর সঙ্গে আছেন। তাঁদের প্রেমটা পুরোটাই লকডাউন🅺ের সময় জমে উঠেছিল। এরপর তাঁরা পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন। তারপর এই 𝓰বছরের ৩ জানুয়ারি আইনি বিয়ে করেন। এবার পালা নিয়ম আচার সেরে সোশ্যাল ম্যারেজের।