২০২৪ সালটা ধামাকা দিয়েই শুরু করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। এই বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স। এই সিরিজটির পরিচালনা করেছেন রোহিত শেট্টি। তাঁকে এই সিরিজে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। তবে এই সিরিজ ছাড়াও শোনা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা নাকি আরও দুটো ছবিতে কাজ করতে চলেছেন। জঙ্গলি পিকচার্সের দুটো আগামী প্রজেক্টের বিষয়ে তাঁর সঙ্গে কথা চলছে। এই দুটো প্রজেক্টের একটা মেঘনা গুলজার এবꦿꦗং আরেকটি জিতু জোসেফ পরিচালনা করবেন।
পিপিং মুনের রিপোর্ট অনুযায়ী সূত্রের তরফে জানানো হয়েছে সিদ্ধার্থ এবং জঙ্গলি পিকচার্স বিগত কয়েক মাস ধরেই মিটিং এবং আলোচনা করছেন এবং এই দুটো ছবি নিয়ে আলোচনা করছেন। এই দুটো প্রজেক্টের মধ্যে একটা স্যাম বাহাদুর খ্যাত মেঘনা গুলজার পরিচালনা করবেন, আরেকটি দৃশ্যম ছবির মালায়লাম ভার্সনের পরিচালক জিতু জোস🔯েফ পরিচালনা করবেন। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বরং প্রজেক্ট দুটো নিয়ে কথাবার্তা চলছে। এখন এটাই দেখার পালা যে সিদ্ধার্থ দুটো প্রজেক্টের জন্যই রাজি হ্যাঁ নাকি একটার জন্য।
এই দুটো আসন্ন প্রজেক্টের মধ্যে মেঘনা গুলজারের ছবিটি আবর্তিত হবে একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে। অন্যদিকে💃 জিতু জোসেফের ছবিটির গল্পে উঠে আসবে একজন ল এনফোর্সমেন্ট অফিসারের কথা। এছাড়া এই বছর করণ জোহর প্রযোজিত যোদ্ধা ছবিটিও মুক্তি পাবে। এখানে সিদ্ধার্থ মালহোত্রা ছাড়াও দিশা পাটানি এবং রাশি খান্নাকে দেখা যাবে।
অন্যদিকে ইতিমধ্যে ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার প্রকাশ্যে এস🌌েছে। এই সিরিজটিꦇ জানুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে। আমাজন প্রাইমে দেখা যাবে রোহিত শেট্টি পরিচালিত এই সিরিজ।