ভারতীয়𓃲 সময়ানুসারে বুধবার সকালে ঘোষিত হল সঙ্গীতের দুনিয়ার সর্বোচ্চ পুরস্কার গ্র্যামির মনোনয়ন তালিকা। আর ২০২১-এর গ্র্যামির দৌড়ে ৯টি নমিনেশনের সঙ্গে সবচেয়ে এগিয়ে থাকলেন বিয়ন্সে। তবে গ্র্যামির মনোনয়নে জায়গা পেলেন না কানাডীয় গায়ক দ্য উইকএন্ড, এতে বেজায় চটেছেন এই পপতারকা। এই প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন তিনি।&nb♉sp;
বিয়ন্সের পাশাপাশি ৬টি করে মনোনয়ন পেয়ে চমকে দিলেন টেইলর সুইফট, ডুয়া লিপা এবং রডি💧 রিচ। ৯টি মনোনয়ের সঙ্গে গ্র্যামি মনোনয়নের তালিকায় ঐতিহাসিক জায়গা করে নিলেন এই কৃষ্ণাঙ্গ সঙ্গীতশিল্পী। ৭৯টি মনোনয়ের সঙ্গে গ্র্যামির ইতিহাসের দ♒্বিতীয় সর্বোচ্চ মনোনীত সঙ্গীতশিল্পী হলেন বিয়ন্সে। মার্কিন মুলুকে যে বছর বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে, সেই বছর বিয়ন্সের এই কীর্তি আরও বড় করে দেখছে গোটা বিশ্ব।
‘ব্ল্যাক প্যারেড’ গান এবং ভিস্যুয়াল অ্যালবম ব✤্ল্যাক কিংয়ের জন্য জন্য নয়টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। আজ পর্যন্ত মোট ২৪টি গ্র্যামি পুরস্কার বেয়েছেন বিয়ন্সে। আগামী বছর তাঁর ঝুলি যে আরও খ✅ানিকটা ভরবে তা বলাই যায়।
তবে আফটার আওয়ার্সের মতো হিট অ্যালবমের পরেও কেন দ্য উইকএন্ডকে বঞ্চিত করল গ্র্যামি, সেই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিলবোর্ড ২০০ চার্টে একটানা চার সপ্তাহ ১ নম্বরে ছিল আফটার আওয়ার্স। ভ্যারাইটির মতে, এই আরঅ্যান্ডবি গায়ককে তালিকা থেকে ছেঁটে ফেলা গ্র্যামির ইতিহাসের সবচেয়ে বড় উপেক্ষা।ꦅ&nbs🐟p;
কেটি পেরি,মারেন মরিস, দ্য চিকস, জোনাস ব্রꦍাদার্সের মতো প্রতিষ্ঠিত শিল্পীরাও, এব✱ছর গ্র্যামির মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে পারেননি।