দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন বিভিন্ন সেলিব্রিটিরা। অভিনেত্রীরা এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের শোতে এসেছিলেন তাঁদের বন্ধুদের সঙ্গে। সেখানে বন্ধু পূজার সঙ্গে খেলতে দেখা যায় কাবুলিওয়ালা খ্যাত অভিনেত্রী গুলশানারা খাতুনকে। প্রসঙ্গত গুলশানারা একাধিক 🌠ধারাবাহিক এবং♋ সিনেমায় কাজ করে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। নাটকের জগৎ থেকে তিনি অভিনয়ের এই দুনিয়ায় পা রেখেছেন। কিন্তু কীভাবে তিনি আসেন এই দুনিয়ায় সেই গল্পই এদিন তিনি রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাগ করে নেন।
দিদি নম্বর ওয়ানে গুলশানারা খাতুন
গুলশানারা খাতুন জানান তিনি অনেক ছোট থেকেই নাটক করছেন🀅। অভিনয় শিখেছেন। দিদি নম্বর ওয়ানে তিনি জানান, 'পর্দায় অভিনয় শুরু করি ২০১৮ সালে। আমি তার আগে চাইনি যে আমি থিয়েটার ছাড়া অন্য কিছু করি। থিয়েটার নিয়েই পড়াশোনা করতে চেয়েছিলাম আমি।'
আরও পড়ুন: 'চরিত্রটা ডার্ক...' এবার খলনায়কের ভূমিকায় ঋত্বিক! মিঠুনের সঙ্গে মিলে⛎ বাবা - ছেলের কোন গল্প বলবেন?
আরও পড়ুন: ডোনার ভয়ে বাড়িতে জুবুথুবু সৌরভ! দাদাগিরিꦆতে ভয়ে ভয়ে কেন বললেন, 'দাদাদের ব𓄧লার দিন চলে গেছে...'?
এরপর গুলশানারা জানান তিনি অবসাদে ভুগেছেন দীর্ঘদিন। সেই প্রসঙ্গে🅠 অভিনেত্রী বলেন, 'আমাদের দেশে মেন্টাল হেলথ নিয়ে কিছু হয় না তেমন। আমি নিজে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগেছি। তাই বুঝেছি এই বিষয়টা নিয়ে প্রতিটা মানুষের ভীষণ ভাবে এগিয়ে আসা উচিত। খুলে কথা বলা উচিত। পাশে থাকা উচিত ভীষণভাবে। আর এসব ক্ষেত্রে যে কোনও শিল্প খুব সাহায্য করে। মিউজিক থেরাপি, ড্রয়িং থেরাপি, থিয়েটার থেরাপি সাহায্য করে একটা জীবনে ফেরত আসতে।'
এদিন গুলশানারা আরও বলেন, 'আমি 🐲এনআরএসে লি⛎উকেমিয়া, অস্টিস্টিক শিশুদের সঙ্গে কাজ করেছি। ওদের জীবন কতটা ফেরাতে পেরেছি জানি না। কিন্তু থিয়েটারের মাধ্যমে বেঁচে থাকা ওদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। নিজের মধ্যেও সেই ইচ্ছে ছড়িয়েছে।'
আরও পড়ুন: 'ঠিক করেছি হোলিতে...' 🐈রোহনের সঙ্গে প্রেমের জল্পনা তুঙ্গে, এবার কীভাবে দোল কাটাচ্ছেন অঙ্গনা?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলি✅টি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে 𓃲দেখা যায় এই শো।