মুক্তির পরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে নীত꧟েশ তিওয়ারি পরিচালিত ছবি ‘বাওয়াল’। দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওꦜয়ান এবং জাহ্নবী কাপুর। মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় ছবি ঘিরে নানা চর্চা। অনেকেই এই ছবিটিকে ইন্সেন্সিটিভ, অমানবিক বলে আখ্যা দিয়েছেন। অনেকেই টুইটারে বাওয়াল নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন।
সম্প্রতি ‘বাওয়াল’ দেখে টুইট করেছেন পরিচালক হনসল মেহতা। তিনি লেখেন, ‘আমার বাওয়াল দেখে বেশ মিষ্টিই লাগল। মন থেকে সঠিক জায়গায়ই রয়েছে। আপনাকে হাসাবে, কাঁদাবে, বিনোদন যোগাবে। এমনকি কিছু সংলাপ বিশ্ব-যুদ্ধের রূপক হিসেবে ব্যবহারে সঠিক স্থান পায়নি বলে মনে হচ্ছে। খারাপ উদ্দেশ্য মনে হয়নি। ছবিটি দেখতে পারেন’। আরও পড়ুন: প🎐্রতারণার♑ শিকার কৌশিকী চক্রবর্তী, গ্রেফতার শিল্পীর কর্মচারী
নায়িকা জাহ্নবী কাপুরের মুখ দিয়ে পরিচালক বলিয়েছেন- ‘সব সম্পর্কের নিজের মতো করে অসউইজের মধ্য দিয়ে যায়, তারপরই সম্পর্কের আসল মানে বুঝতে পারে মানুষ’। উল্লেখ্য, এই ‘অসউইজ’ হচౠ্ছে একটা কনসেনট্রেশন ক্যাম্প। যেখানে জিউদের রেখে হিটলারের সৈনিকরা অমানবিক অত্যাচার চালাত।