রবিবার রাজস্থানে রাজকীয় বিয়ে সেরে⭕ছেন অভিনেত্রী হনসিকা মোতওয়ানি। জয়পুরের ৪৫০ বছর পুরোনো মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে বসেছিল অভিনেত্রীর বিয়ের আসর। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক তথা বিজনেস পার্টনার সাহিল কাঠুরিয়ার গলাতেই মালা দিয়েছেন হনসিকা। প্রাক-বিয়ের অনুষ্ঠানের জন্য লম্বা ছুটি নিয়েছিলেন হনসিকা। তাই হাত অনেক কাজ। বিয়ের পর্ব সেরেই সোজা শ্যুটিং ফ্লোরে ফিরবেন অভিনেত্রী।
সূত্রের খবর, ‘৬ই ডিসেম্বর (মঙ্গলবার) থেকেই অভিনেত্রীর ব্র্যান্ড শ্যুটের তারিখ পাকা। পরেরদিনও শ্যুটিং রয়েছে🌼।’ হ্যাঁ,বিয়ের মেহেন্দির রঙ ফিকে হতে না হতেই সোজা লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে হনসিকা। তাহলে হানিমুনের কী হবে? কী পরিকল্পনা নায়িকার?
অভিনেত্রীর ঘনিষ্ঠসূত্র বলছে, মধুচন্দ্রিমার জন্য যাবতীয় প্ল্যান আগেই সেরে ফেলেছেন অভিনেত্রী। সূত্র জানিয়েছে, ‘ওরা হানিমুনের জন্য দুর্দান্ত একটা জায়গা বাছাই করেছে। মধুচ💝ন্দ্রিমায় ওরা নর্দান লাইটস দেখতে যাবে। কাজ স♑ামলে ডিসেম্বরের শেষে ছুটি নিচ্ছে হনিসকা। তাই নতুন বছরের শুরুটা মধুচন্দ্রিমায় হবে ওঁদের’।
হনসি🌳কা-সোহেলের প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছিল গত সপ্তাহে মাতা কি চৌকি দিয়ে। এরপর বৃহস্পতিবার মু𓆏ম্বই থেকে জয়পুর উড়ে যান বিয়ের অনুষ্ঠানের জন্য। সেখানেই হয় গায়ে হলুদ-মেহেন্দি আর বিয়ে। রূপকথার বিয়ে সারতে চেয়েছিলেন হনসিকা। নিজের মনের মতো করে বিয়ের প্রতিটা অনুষ্ঠান সাজিয়েছেন অভিনেত্রী।
হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে ‘কোই মিল গ্যায়া’ সিনেমাতে কাজ করেছিলেন হনসিক📖া। এরপর ‘সাকা লাকা বুম বুম’, ‘কিঁউকি সাস🀅 ভি কাভি বহু থি’, ‘সোন পরী’র মতো ধারাবাহিকেও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন হনসিকা। ২০০৮ সালে হিমেশ রেশমিয়ার বিপরীতে নায়িকা হিসাবে অভিনয় করেছিলেন হনসিকা। ‘আপকা সুরুর’ ছবিতে লিডিং লেডি হিসাবে তাঁকে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান অনেকেই, তৈরি হয়েছিল ব্যাপক বিতর্কও। পরে দক্ষিণী ছবিতে নিজের কেরিয়ার গড়েন হনসিকা।
এটা হনসিকার প্রথম বিয়ে হলেও সাহিলের দ্বিতীয় বিয়ে🅷। আশ্চর্যের বিষয় হল সাহিলের প্রথম স্ত্রী হনসিকার বন্ধু ছিলেন, এবং সাহিলের প্রথম বিয়ের প্রতিটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানসিকা। ২০১৬ সালে সোহেল কাঠুরিয়া প্রথম বিয়ে করেছিলেন রিঙ্কিকে। বছর কয়েকের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়।