এবার আর হ্যান্ডপাম্প নয়, পেল্লাই সাইজের সিলিং ফ্যান হাতে ঢাই কিলোর হাতের মালিক! হ্যাঁ, জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফট দিলেন সানি দেওল। প্রকাশ্যে এল তাঁর আসন্ন ছবি ‘জাট’-এর ফার্স্ট লুক পোস্টার। তেলেগু পরিচালক গোপীচাঁদ মালিনেনির সঙ্গে জুটি বেঁধে এবার পর্দায় জাট হয়ে আসছেন ধর্মেন্দ্র-পুত্র। গদর ২-এর সাফল্যের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি তারকা। এর মাঝেই নতুন চমক। ১৯শে অক্টোবর ৬৭-এ পা দিলেন সানি দেওল। সেই উপলক্ষ্যেই বলিউডের এই দেশি অ্যাকশন হিরো হাজির নয়া অবতারে। গদর-এ তাঁর পাক-ভূমে টিউওয়েল উপরে ফেলার দৃশ্য আজও গেঁথে রয়েছে দর্শক মনে। ছবির সিকুয়েলে অভিনেতা ট্র্যাক্টরে কারনামা দেখিয়েছেন সানি। এবার তাঁর হাতে সিলিং ফ্যান। 'জাট'-এ সানি দেওলএক্স-এ তাঁর ফার্স্ট লুক প্রকাশ করে এবং সানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গোপীচাঁদ লিখেছেন, ‘শুভ জন্মদিন অ্যাকশন সুপারস্টার সানি দেওলজি। আপনার সাথে কাজ করতে পেরে এবং আপনাকে জাট হিসাবে উপস্থাপন করতে পেরে সম্মানিত। জীবনে একবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ সানিও একই পোস্টার শেয়ার করেছেন, যেখানে তাকে রক্তাক্ত অবস্থায় একটি বিশাল সিলিং ফ্যান ধরে থাকতে দেখা যাচ্ছে। চোখেমুখে প্রতিশোধের আগুন। ক্যাপশনে লেখা-‘এমন একজন মানুষ, অ্যাকশনের জন্য যাঁর সারা দেশের অনুমতি রয়েছে।’ ইন্টারনেটের প্রতিক্রিয়াসানি ভক্তরা বেজায় খুশি প্রিয় নায়ককে ফের একবার অ্যাকশন হিরোর ভূমিকায় দেখে। কারুর মনে হয়েছে, ‘আরও একটা ব্লকবাস্টার লোডিং’, তো অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনার পাঞ্চ ডায়লগগুলি বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। দারুণ উত্তেজিত’। কিন্তু অনেকেই পোস্টারটি নিয়ে খিল্লি করতেও ছাড়েননি। একজন কটাক্ষ করে লেখেন, ‘ওঁর হাতে কি সত্যিই ওটা ফ্যান? আমি হাওয়ায় উড়ে গেলাম!’ কারও মতে, ছবির পোস্টারের গুণগতমান একেবারেই ভাল হয়নি। জনৈকের সরস মন্তব্য, ‘হয়তো গল্পের ভিলেন সানির বিশাল ভক্ত (ফ্যান)। তাই ফ্যান হাতে নায়ক’। পিপল মিডিয়া ফ্যাক্টরির টিজি বিশ্ব প্রসাদের পাশাপাশি মিথ্রি মুভি মেকার্সের নবীন ইয়ার্নেনি এবং ওয়াই রবি শঙ্কর প্রযোজনা করেছেন। এতে আরও অভিনয় করেছেন রণদীপ হুডা, বিনীত কুমার সিং, সায়ামি খের ও রেজিনা ক্যাসান্দ্রা।ছবির সঙ্গীত পরিচালনা করছেন থামান এস। সিনেমাটোগ্রাফার হলেন ঋষি পাঞ্জাবি, নবীন নুলি হলেন সম্পাদক এবং অবিনাশ কোল্লা প্রোডাকশন ডিজাইনার। হায়দরাবাদে ছবিটির শুটিং চলছে। সর্বভারতীয় দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে এই ছবি।