একবিংশ শতাব্দীতে ‘ডাউনটন অ্যাবেতে কাউন্টেস অব গ্রান্থাম’ চরিত্র, 'দ্য প্রাইম অব মিস জিন ব্রোডি' ছবির জন্য ১৯৬৯ সালে অস্কার🃏 প্রাপ্ত ম্যাগি ꦉস্মিথ ৮৯ বছর বয়সে শেষ করলেন তাঁর পথ চলা।
তাঁর দুই ছেলে ক্রিস লারকিন ও টবি স্টিফেন্স এক 🎃বিবৃতি দিয়ে জানিয়েছেন, শুক্রবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি। তাঁরা লেখেন, ‘তিনি দুই ছেলে এবং স্নেহের পাঁচ নাতি-নাতনিকে রেখে চলে গেলেন আমাদের মা। ঠাকুম🍬াকে হারিয়ে আমাদের সন্তানেরাও বিধ্বস্ত।’ তাঁরা প্রচারক ক্লেয়ার ডবসের মাধ্যমে এই বিবৃতিটি প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ব্যাকফুটে 'জওয়ান'! শা♒হরুখকে হারিয়ে জয়জয়কার শ্রদ্ধার ‘স্ত্রী ২’-এর
ম্যাগি স্মিথ ‘ডাউনটন অ্যাবেতে ডাউজার কাউন্টারেস অফ গ্রান্থাম’ চরিত্🧸রে অভিনয় করার জন্য জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি ‘হ্যারি পটার’-এর সব কটি ছবিতেও অধ্যাপক ম্যাকগোনাগলের চরিত্রে নজর কেড়েছিলেন। এই চরিত্রটির জন্য তিনি খুব জনপ্রিয়ও। দু'বার অস্কার , চারবার এমি এবং টনির ট্রেবল জয়কারী অভিনেতা অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। ম্যাগি তাঁর এই দীর্ঘ ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৫০-এর দশকে, মঞ্চে থেকে।
আরও পড়ুন: FFI বিরুদ্ধে রেগে লাল নেটিজেনর🐷া, অস্কারে ‘লাপাতা লেডিস’-এর যাওয়া নিয়ে ফের বিতর্ক!
১৯৬৫ সালে লরন্স অলিভিয়ের ‘ওথেলো’ নাটকে ‘ওথেলো’-এর বিপরীতে ‘ডেসডিমোনা’-এর চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম অ্য🃏াকাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছিলেন।
আরও পড়ুন: ‘অন্যরকম ভাবে বড় হয়েছি…’, IIM-আহমেদাবাদে সুযোগ পাওয়ায় ক্রমাগত ট্রোল্ড অমিতাভে🦹র নাতনি নভ্যা, বললেন…
তিনি ১৯৭৮ সালের কমেডি ছবি 'ক্যালিফোর্নিয়া স্যুট'-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য দ্বিতীয়বা⛦রের জন্য অস্কার জিতেছিলেন। তাঁর সেই জয়ের পর তাঁর সহ-অভিনেতা মাইকেল কেইনকে বলেছিলেন, ‘ম্যাগি কেবল ছবিটি করে সকলের নজর কেড়েছেন তেমনটা নয়, তিনি গ্র্যান্ড লার্সেনি করেছেন।’
অন্🍎যান্য সমালোচকদের দ্বারা প্রশংসিত যে সমস্ত চরিত𓄧্রগুলি তাঁর ঝুলিতে রয়েছে সেগুলি হল, ‘লেডি ব্র্যাকনেল ইন ওয়াইল্ড’ -এর তাঁর চরিত্র। এডওয়ার্ড অ্যালবির নাটকে বার্ধক্যের সঙ্গে লড়াই করা ৯২ বছর বয়সী মহিলার চরিত্র এবং ২০০১ সালের ডার্ক কমেডি ছবি ‘গসফোর্ড পার্ক’-এ তাঁর চরিত্র।
১৯৯০ সালে ম্যাগি রানি এলিজাবেথের থেকে নাইট উপাধিতে ভূষিত হন এবং ডেম হন। তিনি ভেনেসা রেডগ্রেভ এবং জুডি ডেঞ্চ সহ সেই প্রজন্মের শীর্ষস্থানীয় ব্রিটিশ মহিলা অভিনেত্রীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছিল🔴েন।