অনন্তꦆ আম্বানি ১২ জুলাই শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টর মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। তবে এর বহু আগে থেকেই এই দম্পতিকে ঘিরে আলোকবৃত্ত। দু'দফায় তাঁদের প্রাক-বিবাহের অনুষ্ঠানও হয়েছে। একটি গুজরাটের জামনগরে, অন্যটি ইউরোপে। তারপর মুম্বইয়ের বান্দ্রাতেও তাঁꦚদের বিবাহ-পূর্বের নানা আচার অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। মামেরু থেকে মেহেন্দি, গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো, সঙ্গীত সব কিছু নিয়ে বর্তমানে একটাই বিষয় সবার মুখে, তা হল অনন্ত-রাধিকার বিয়ে। আর এর মধ্যেই খবর, তাঁরা নাকি বিদেশে বিবাহ-পরবর্তী নানা অনুষ্ঠানের আয়োজন করেছন।
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র ১২ জুলাই গাঁটছড়া বাঁধেন, তারপর ১৩ জুলাই হয় তাঁদের আশীর্বাদের অনুষ্ঠান। প্রাক-বিবাহের মত💖ো এই দুই অনুষ্ঠানেও বসেছিল চাঁদের হাট। হলিউড থেকে বলিউডের তারকারা উপস্থিত হয়েছিলেন, তাছাড়াও দেশ বিদেশের শিল্পপতি, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও খেলয়াররাও পরিবার-সহ হাজির হন রাধিকা-অনন্তের বিয়ে ও আশীর্বাদের অনুষ্ঠানে।
আরও পড়ুন: শাহরুখ থেকে প্রিয়♍াঙ্কা ছেড়েছেন মুম্বই! অনন্ত-রাধিকার রিসেপশন থাকছেন না এইসব তারকারা
১৪ জুলাই অনুষ্ঠিত হচ্ছে অনন্ত-রাধিকার রিসেপশন বা 'মঙ্গল উৎসব'। আর এই অনুষ🍌্ঠানের। আর জা🌸না গিয়েছিল 'মঙ্গল উৎসব'-এর হাত ধরে শেষ হবে বিয়ের অনুষ্ঠান। কিন্তু এক সংবাদ মাধ্যমের রিপোর্ট মোতাবেক এখানেই নাকি শেষ নয় উদযাপনের। আরও দীর্ঘায়িত হবে তাঁদের বিয়ের নানা অনুষ্ঠান বলা ভালো বিবাহ-পরবর্তী উদযাপন।
'ইন্ডিয়া টু🐟ডে'-এর একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আম্বানিরা লন্ডনে একটি বিবাহ-পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করেছেন। পরিবার ও ঘনিষ🃏্ঠ বন্ধুদের নিয়ে হবে সেই উদযাপন।
আরও পড়ুন: আম্বানির ছেলের রিসেপশনে নেমন্তন্ন পেয়েও যাচ্ছেন না টলিউডের সন্দী🙈প্তা! কারণ জানুন
প্রসঙ্গত, এই দম্পতি ২০২২ সালে রোকা করেন, তারপর ২০২৩ সালে অনুষ্ঠানিক ভাবে বাগদান করেন। তারপর তাঁদের দুটি প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়। 🙈প্রথমটি হয়♔ গুজরাটের জামনগরে, সেই অনুষ্ঠানে বিল গেটস, মার্ক জুকারবার্গ-সহ সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা গান গেয়েছিলেন।
তারপর আম্বানিরা দ্বিতীয় প্রাক-বিবাহের অনুষ্ঠানের উদযাপন করেন ইউরোপে, সেখানে একটি ক্রুজ করে চারদিন ধরে ভূমধ্যসাগরে ঘোরেন তাঁরা, টোগা পার্টি এবং মাস্করেড বলের মতো ইভেন্টের আয়োজন করা হয়। ক্যাটি পেরি, ব্যাকস্ট্রিট বয়েজ এবং পিটবুলের পারফরম্যান্সও ছিল সেখানে। তারপর মুম্বইতে তাঁদের প্রাক-বিবাহের আচার-অনুষ্ঠানের সঙ্গীতে হাজির হয়েছিলেন জাস্টিন বিবার। মুম্ব🙈ইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়েতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী প্রমুখ।